ইস্কনের আমন্ত্রণ, রথযাত্রার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থাকবেন নুসরত
নুসরত জাহান রুহি জৈনও সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে ইস্কনের তরফে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার ইস্কনের তরফে আয়োজিত রথযাত্রার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকতে চলেছেন বসিরহাটের নব-নির্বাচিত সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। ইস্কনের তরফে সাংসদ অভিনেত্রী নুসরত জাহানকে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে আমন্ত্রণপত্র পাঠানো হয় এবং নুসরত জাহান রুহি জৈনও সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে ইস্কনের তরফে জানানো হয়েছে।
একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে ৪ জুলাই ইস্কনের রথযাত্রার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে নিজেই জানান সাংসদ অভিনেত্রী। ইস্কনের মুখপাত্র রাধারমণ দাস টুইট করে জানান, '' রথযাত্রার আমন্ত্রণ গ্রহণ করার জন্য নুসরতকে ধন্যবাদ। আপনি সত্যিই পথ দেখাচ্ছেন।''
আরও পড়ুন-জায়রার অভিনয় ছাড়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ অনুপম খের, রবিনা ট্যান্ডন সহ অনেকেই
রাধারমণ দাস টুইটে আরও বলেন, ''ইস্কনের রথযাত্রা অনুষ্ঠান একটি সামজিক সমন্বয়ের উদাহরণ। যেখানে ঈশ্বরের রথ নির্মাণ করেন মুসলিম ভাইরা। এমনকি বেশকিছু পোশাক বানানোর দায়িত্বেও রয়েছেন মুসলিম ভাইরা। এটা তাঁরা কয়েক দশক ধরে আমাদের কিছু মন্দিরের জন্য করে আসছেন''
১৯৭১ সালে স্থাপিত ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ISKCON)। প্রত্যেকবছরই তাঁদের তরফে রথযাত্রার আয়োজন করা হয়। এবছরের ইস্কনের তরফে আয়োজিত এই রথযাত্রা ৪৮ বছরে পা রাখল। বৃহস্পতিবার রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে রথযাত্রার অনুষ্ঠানে নুসরতের সঙ্গে উপস্থিত থাকবেন তাঁর স্বামী নিখিল জৈনও।
আরও পড়ুন-প্রি-ওয়েডিং শ্যুটে রোম্যান্টিক মুডে নুসরত-নিখিল, প্রকাশ্যে ভিডিয়ো