জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সম্মান প্রদান অনুষ্ঠান। এবছর বিনোদন জগতের একঝাঁক তারকা পেলেন এই সম্মান। বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য 'বঙ্গভূষণ' পেলেন দেব(Dev)। এর আগে মহানায়িকা সম্মান পেয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta)। এবছর বঙ্গভূষণ পেলেন নায়িকা। এবছর মহানায়ক সম্মান পেলেন নুসরত জাহান(Nusrat Jahan) ও সোহম চক্রবর্তী। বাংলা চলচ্চিত্রকে সার্বিকভাবে সমৃদ্ধ করার জন্যই তাঁদের এই পুরস্কার প্রদান করা হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পদ্মশ্রী ত্যাগ করেছিলেন তবলাবাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়,এদিন তাঁকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করে রাজ্য সরকার। এছাড়াও বঙ্গবিভূষণ সম্মান পান কুমার শানু(Kumar Sanu), অভিজিৎ ভট্টাচার্য,দেবশঙ্কর হালদার, দেবজ্যোতি বোস। বঙ্গভূষণ সম্মান পেলেন দেব, ইন্দ্রানী হালদার, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়, কৌশিকী চক্রবর্তী, জুন মালিয়া, শ্রীজাত, লীনা গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী, জিৎ গঙ্গোপাধ্যায়। 


আরও পড়ুন: Katrina Kaif-Vicky Kaushal: ক্যাটরিনা-ভিকিকে প্রাণনাশের হুমকি, গ্রেফতার উঠতি অভিনেতা


আরও পড়ুন: Alia Bhatt: আর মুখ বুজে সহ্য করা নয়! গার্হস্থ্য হিংসার বদলা 'ডার্লিং' আলিয়ার


আরও পড়ুন: Srijit Mukherji: মেয়ে আয়রার ড্রয়িং খাতায় পছন্দের গোয়েন্দা, আবেগঘন বাবা সৃজিত


সোমবার অনুষ্ঠানের মঞ্চ থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রানী হালদারের দীর্ঘদিনের অভিনয় জার্নির কথা তুলে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র ২ বছর বয়স থেকে অভিনয় করছেন সোহম চক্রবর্তী, তাঁকে জাত অভিনেতা বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জিৎ, কৌশিকী ও ইমনের গানের ও শ্রীজাতর লেখনীর প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুরস্কার পেয়ে আপ্লুত কুমার শানু। তিনি বলেন,'এই প্রথম কেউ বাংলা থেকে পুরস্কার দিল। দিদি কাছে কাছে টেনে রাখেন তাই দূরে গিয়েও কাছে চলে আসি'। এদিন সম্মান প্রদান পর্বের শেষে মহানায়ক উত্তম কুমারের স্মরণে অনুষ্ঠিত হয় একটি বিশেষ গানের অনুষ্ঠান। 


আরও পড়ুন: Katrina-Vicky: ভিকি-ক্যাটকে প্রাণনাশের হুমকি, পুলিসের দ্বারস্থ তারকা-দম্পতি


আরও পড়ুন: Mika Singh Wedding: অবশেষে বিয়ের মন্ডপে! পাত্রী হিসাবে কে জিতল মিকার মন?



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)