নিজস্ব প্রতিবেদন: করোনার সংক্রমণ রুখতে দেশ জুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখারও আবেদন করা হয়। ঘরে থাকলে তবেই করোনা ভাইরাসকে প্রতিরোধ করা যাবে বলে মনে করছেন বিশ্বের তাবড় বিশেষজ্ঞরা। ফলে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কার্যত রুদ্ধ গোটা দেশ। মানুষ যখন ঘরবন্দি, সেই সময় সময় কাটানোর জন্য অন্যতম হাতিয়ার বিনোদন। ফলে জনপ্রিয় ধারাবাহিক রামাযণ ফের সম্প্রচার করা হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : করোনা ভাইরাসের ওষুধ খুঁজে পেলেন সুস্মিতা সেন!


 



কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, রামাযণের সম্প্রচার করা হোক বলে মানুষ বার বার দাবি করছিলেন। সেই দাবি মেনেই আট এবং নয়ের দশকের জনপ্রিয় ধাবাহিকের সম্প্রচার আবার নতুন করে শুরু করা হবে।


আরও পড়ুন : রাস্তার কুকুরদের খাওয়াতে গিয়ে চরম অপমান! ঝরঝর করে কেঁদে ফেললেন শ্রীলেখা মিত্র
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, ২৮ মার্চ থেকে রামানন্দ সাগরের রামায়ণের সম্প্রচার ফের শুরু হবে টেলিভিশনের পর্দায়। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত দূরদর্শনে সম্প্রচার করা হবে রামায়ণের একটি এপিসোড। রাতে আবার ৯টা থেকে ১০ পর্যন্ত ফের আরও একটি এপিসোডের সম্প্রচার করা হবে বলে জানানো হয় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে।