সন্তানের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন `ভাবিজী ঘর পর হ্যায়` খ্যাত অভিনেত্রী
স্ত্রী সৌম্য ও নবজাতককে নিয়ে বাড়ি ফিরলেন সৌম্যা স্বামী সৌরভ দেবেন্দ্র সিং।
নিজস্ব প্রতিবেদন: সদ্য মা হয়েছেন 'ভাবিজী ঘর পর হ্যায়' খ্যাত অনিতা ভাবী ওরফে গোরি মেম সৌম্যা ট্যান্ডন। শুক্রবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। রবিবার স্ত্রী সৌম্য ও নবজাতককে নিয়ে বাড়ি ফিরলেন সৌম্যা স্বামী সৌরভ দেবেন্দ্র সিং।
সোশ্যাল মিডিয়ায় সন্তানের প্রথম ছবি পোস্ট করেন সৌম্যা, ক্যাপশানে লেখেছেন, ''আমাদের জীবনের একগুচ্ছ আনন্দ। '' যদিও শিশুটির নাম এখনও জানানো হয়নি।
আরও পড়ুন- ''প্রেমিকা হিসাবে বারবার ব্যর্থ হয়েছি, তবে অভিনেত্রী হিসাবে সফল'' মুখ খুললেন স্বস্তিকা
হাসপাতালে সৌম্যার সন্তানকে দেখতে উপস্থিত ছিলেন তাঁর সহ অভিনেতা করণ গ্রোভার সহ আরও বেশ কয়েকজন। করণ সৌম্যার নবজাতকের সঙ্গে ছবি পোস্ট করার পাশাপাশি সৌম্যাকে ও তাঁর স্বামী সৌরভ দেবেন্দ্র সিংকে শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন-সারার জনপ্রিয়তা মেয়ে জাহ্নবীকে ছাপিয়ে যাচ্ছে, বেজায় চটেছেন বনি
প্রসঙ্গত সৌম্যার সন্তান সম্ভবা হওয়ার খবর প্রথম পাওয়া যায় গত নভেম্বরে। প্রসঙ্গত হিন্দি টেলিভিশ ধারাবাহিকে কাজ করার পাশাপাশি হিন্দি ছবিতেও কাজ করেছেন সৌম্যা। 'যব উই মেট' ছবিতে করিনার বোন রূপের চরিত্রে দেখা যায় তাঁকে। সৌম্যা ২০১৬ সালে দীর্ঘদিনের প্রেমিক সৌরভ দেবেন্দ্র সিংয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন।
আরও পড়ুন-মনোকিনিতে হট মোনালিসা, ছুটি কাটাচ্ছেন শ্রীলঙ্কায়, সঙ্গে পুরুষটি কে?