নিজস্ব প্রতিবেদন : প্রয়াত পাকিস্তানের জনপ্রিয় কৌতুকশিল্পী উমর শরিফ (Umer Sharif)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। জানা যাচ্ছে শনিবার জার্মানিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উমর শরিফ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাক সংবাদ-মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বেশকিছুদিন ধরেই অসুস্থ ছিলেন কৌতুকশিল্পী উমর শরিফ (Umer Sharif)। জার্মানির হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল। পরে চিকিৎসার জন্য টানা ৭ ঘণ্টা ধরে এয়ার অ্যাম্বুলেন্সে আমেরিকা নিয়ে যাওয়া হয় তাঁকে। টানা সফরেই তাঁর শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়। 


আরও পড়ুন-Varun Dhawan-র ছবির গানে জমিয়ে নাচ পর্দার 'উচ্ছেবাবু'র, মুগ্ধ নেটিজেনরা



এর আগে চিকিৎসার জন্য পাক প্রধানমন্ত্রীর কাছে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন উমর শরিফ (Umer Sharif)। পরে তাঁর চিকিৎসায় সিন্ধ সরকার ৪০ মিলিয়ন টাকা বরাদ্দ করে। কৌতুকশিল্পীর মৃত্যুর খবরে পাক বিনোদন দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। ভারতেও তাঁর গুণমুগ্ধের সংখ্যা নেহাত কম নয়। উমর শরিফ-এর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কপিল শর্মা, রণদীপ হুদা, আলি জাফর সহ আরও অনেকে।






১৯৫৫ সালের ১৯শে এপ্রিল করাচির লিয়াকতাবাদে জন্ম হয় কৌতুকশিল্পী উমর শরিফ (Umer Sharif)-এর,  মাত্র ১৪ বছর বয়সে মঞ্চে আত্মপ্রকাশ করেন তিনি। ৬০-টিরও বেশি স্টেজ কমেডি শো-এর অংশ নিয়েছেন, বহু টেলিভিশন অনুষ্ঠানে তাঁকে দেখা গেছে। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও প্রযোজকও ছিলেন তিনি। এশিয়ার অন্যতম জনপ্রিয় কৌতুকশিল্পী হিসাবে স্থান পাকা করে নিয়েছিলেন তিনি। উমর শরিফ সঞ্চালিত ২০১৯ সালের 'দ্যা শরিফ শো' বহু কৌতুক অনুষ্ঠানের পথপ্রদর্শক ।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)