নিজস্ব প্রতিবেদন: সার্কাস সাধারণত শীতকালেই হয়ে থাকে কিন্তু এবার ভরা গ্রীষ্মেই কলকাতায় পড়ছে সার্কাসের তাঁবু। পরিচালক রাজেশ দত্ত(Rajesh Dutta) এবং ইপ্সিতা রায় সরকারের (Ipsita Roy Sarkar) যৌথ পরিচালনায় নতুন ছবি 'সার্কাসের ঘোড়া'। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, ইন্দ্রানী হালদার,সাহেব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার,গৌরব চট্টোপাধ্যায়,দীপঙ্কর দে, দেবাশীষ ঘোষ, সুমিত সমাদ্দার, দেবপ্রসাদ হালদার, অনন্যা সেনগুপ্ত সহ আরও অনেকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছবিতে দেখা যাবে এক্স আর্মি অফিসার মানিকবাবু তাঁর স্ত্রীর সঙ্গে কলকাতায় থাকেন।মানিকবাবুর এক পুত্র সন্তান রয়েছে। ছবিতে এই মানিকবাবুর চরিত্রে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। কর্মব্যস্ত জীবনে কাছের মানুষরা দূরে চলে যায়। সামনাসামনি সাক্ষাতের বদলে সম্পর্কগুলো টিকে থাকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে। ছেলে বিদেশে থাকার সুবাদে মানিকবাবুর সঙ্গে তাঁর ছেলের সম্পর্ক সে রকমই ছিল। তাই নাতির জায়গাটা পূরণ করতে তাতাই চলে আসে মানিকবাবুর জীবনে। মানিকবাবুর নাতির জায়গা কি পারবে তাতাই পূরণ করতে? নাকি রক্তের সম্পর্কটাই মানিকবাবুর জীবনে আসল প্রাধান্য পাবে। এমনই টানটান পারিবারিক টানাপোড়েন নিয়ে আসতে চলেছে 'সার্কাসের ঘোড়া'।


পরিচালক রাজেশ দত্ত ও ইপ্সিতা রায় সরকারের পরিচালনায় "আবার বসন্ত বিলাপ", "৬১নং গড়পার লেন" উপহার পেয়েছে দর্শক। এবার সিনেমার সেটেই তাঁরা তৈরি করেছেন সার্কাসের তাঁবু। ছবিতেই দেখা মিলবে সার্কাসের। 


আরও পড়ুন: Rampurhat Arson: 'মানুষের প্রাণ আজ সবচেয়ে কম দামি' রামপুরহাটকাণ্ডে আক্ষেপ সুদীপ্তার, ধিক্কার দেবেশ চট্টোপাধ্যায়ের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)