Rampurhat Arson: 'মানুষের প্রাণ আজ সবচেয়ে কম দামি' রামপুরহাটকাণ্ডে আক্ষেপ সুদীপ্তার, ধিক্কার দেবেশ চট্টোপাধ্যায়ের

অভিনেতা সুদীপ্তা চক্রবর্তীর কথায় ঝরে পড়ল আক্ষেপের সুর। 'মানুষের প্রাণ আজ সবচেয়ে কম দামি!কাল যারা ছিল কাকা,মামা,দাদা,দিদি, আজ তারা হয়ে গেল সংখ্যা। লাশের সংখ্যা!' 

Updated By: Mar 23, 2022, 07:57 PM IST
Rampurhat Arson: 'মানুষের প্রাণ আজ সবচেয়ে কম দামি' রামপুরহাটকাণ্ডে আক্ষেপ সুদীপ্তার, ধিক্কার দেবেশ চট্টোপাধ্যায়ের

নিজস্ব প্রতিবেদন: বগটুই মোড়ে সোমবার রাতে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে লক্ষ্য করে বোমা ছুঁড়ে তাঁকে খুন করা হয়। এই খুন নিয়েই বাঁধে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব। জ্বালিয়ে দেওয়া হয় একাধিক বাড়ি। অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে ৮ জন, যদিও স্থানীয়দের দাবি সংখ্যাটা ১০। এই ঘটনায় কার্যত আঁতকে উঠেছে গোটা দেশ। রামপুরহাটকাণ্ডে(Rampurhat Arson) সরগরম রাজ্য রাজনীতি। এই নৃশংসতার বিরুদ্ধে মুখ খুলেছেন সুদীপ্তা চক্রবর্তী(Sudipta Chakraborty), দেবেশ চট্টোপাধ্যায়(Debesh Chattopadhayay) থেকে শুরু করে ইন্দ্রাশিস আচার্য(Indrashis Acharya)। 

অভিনেতা সুদীপ্তা চক্রবর্তীর কথায় ঝরে পড়ল আক্ষেপের সুর। 'মানুষের প্রাণ আজ সবচেয়ে কম দামি! কাল যারা ছিল কাকা,মামা,দাদা,দিদি, আজ তারা হয়ে গেল সংখ্যা। লাশের সংখ্যা!' নাট্যব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়ের মতে, 'রামপুরহাটের নৃশংস গণহত্যায় ধিক্কার জানানোর জন্য কোনো ভাষাই যথেষ্ট নয়। ' পরিচালক ইন্দ্রাশিস আচার্য লেখেন,'এ রকম আরও কত জানোয়ার ছড়িয়ে ছিটিয়ে আছে। বোঝা গেলেও তো কিছু করা যায় না। দাঁত, নখ বার করে তেড়ে আসার ভয়ে চুপ করে বসে থাকতে হয়। নয় নিজেকে ওই রকম হতে হবে। না হলে যে ক'দিন আছি এক কোণে গুটিসুটি মেরে থেকে যেতে হবে।'

রাস্তায় নেমে প্রতিবাদের ডাক দিয়েছেন জিতু কমল(Jeetu Kamal),'ফেসবুক বিপ্লব বন্ধ হোক। দলমত নির্বিশেষে রাস্তায় না নামলে, কিছুদিন বাদে আমার-আপনার বাড়িতেও টিভি বাস্ট করবে।' সদ্য বিজেপি ছেড়েছেন অভিনেতা রূপা ভট্টাচার্য(Rupa Bhattacharya)। রামপুরহাটকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি। রূপা লেখেন,' আনিস, তুহিনা, পানিহাটি, ঝালদা, রামপুরহাট।আমি কোনো রাজনৈতিক দলের কর্মী নই। আমার নাগরিকত্বের অধিকারে এই সব কটি মৃত্যুর বিচার চাই । আমার নিজেকে নিয়ে কোনো হীনমন্যতা নেই তাই কোনো রাজনৈতিক দলের ধামাধারী না হলে আমার অস্তিত্বের সংকট হয় না। প্রতিবাদ করতে শিরদাঁড়া লাগে, পতাকা নয়।'

আরও পড়ুন: Tollywood on Rampurhat Arson: রামপুরহাটকাণ্ডে সরব টলিউড, প্রতিবাদে ঋদ্ধি সেন-কমলেশ্বর মুখার্জি-রূপা গাঙ্গুলি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.