নিজস্ব প্রতিবেদন : পঞ্জাব-মহারাষ্ট্র ব্যাঙ্কে আটকে পড়েছে নূপুর অলঙ্কারের সমস্ত অর্থ। ব্যাঙ্ক থেকে কোনও অর্থ তুলতে পারছেন না নূপুর। সেই সঙ্গে যোগ হয়েছে করোনা এবং লকডাউন। সবকিছু মিলিয়ে নূপুরের আর্থিক অনটন দেখা দিয়েছে বলে আগেই সাহায্য প্রার্থনা করেছেন রেণুকা সাহানে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করেন বলিউডের এই অভিনেত্রী। সেখানেই টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নূপুর অলঙ্কারের সমস্যা নিয়ে সরব হন তিনি। হাম আপকে হ্যায় কউন খ্যাত রেণুকা সাহানে বলেন, মানুষ ভাবেন, অভিনেতারা প্রত্যেকে বড়লোক। কিন্তু সব অভিনেতারা কোটি কোটি টাকা রোজগার করতে পারেন না। বর্তমানে যে অবস্থা তৈরি হয়েছে, তাতে দেশের প্রায় সব মানুষই অসুবিধায় পড়েছেন। সেই তালিকা থেকে বাদ পড়েননি অভিনেতা, অভিনেত্রীরাও। এমনও মন্তব্য করেন আশুতোষ রানার স্ত্রী।


আরও পড়ুন  : প্রবল আর্থিক অনটনের মুখে অভিনেত্রী নূপুর অলঙ্কার, সাহায্য চেয়ে আবেদন রেণুকার


রেণুকা আও বলেন, আর পাঁচজন সাধারণ মানুষের মতো অভিনেতারা যখন অসুবিধার মধ্য়ে পড়ছেন, তখন অনেকেই সাহায্যের জন্য আবেদন করতে পারছেন না। ফলে অভিনেতাদের অসুবিধার কথা কেউ জানতে পারছেন না বলেও মন্তব্য করেন রেণুকা সাহানে।