নিজস্ব প্রতিবেদন : করোনা মোকাবিলায় এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড তারকা অক্ষয় কুমার এবং বরুণ ধাওয়ান। অক্ষয় ও বরুণদের এমন উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনা মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা দিয়েছেন অক্ষয় কুমার। নিজের সঞ্চিত অর্থ থেকেই এই টাকা তিনি ত্রাণ তহবিলে তুলে দিয়েছেন বলে জানিয়েছেন আক্কি নিজেই। টুইটারে তিনি লেখেন, ''এটা হল সেই সময়, যখন মানুষের বেঁচে থাকা নিয়েই সংশয় তৈরি হয়েছে। আর এই সময় যাকিছু যেভাবে হোক করা যায়, সেটাই আমাদের করতে হবে। আমি আমার সঞ্চিত অর্থ থেকেই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে এই টাকা দিলাম। আপনাদের কাছেও আবেদন নিজেদের সাধ্যমতো যতটা করা সম্ভব করুন। আগে জীবন বাঁচাতে হবে, জীবন থাকলে তবেই তো এই বিশ্ব থাকবে।''


আরও পড়ুন-Exclusive: অনেকেই ঠকিয়েছে, শিলাজিৎ-ও আমার কাছ থেকে গান নিয়ে গিয়েছিল, 'বিস্ফোরক বড়লোকের বিটি লো'র রতন কাহার...



একই ভাবে নিজের সঞ্চিত অর্থ থেকে ৩০ লক্ষ টাকা দিয়েছেন বরুণ ধাওয়ান। তিনি সোশ্যাল মিডিয়ায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বরুণ লিখেছেন, ''আমরা এই লড়াই জিতবই, দেশ বাঁচলে তবেই আমরা বাঁচবো।''



এদিকে অক্ষয়ের এই পদক্ষেপে প্রশংসায় পঞ্চমুখ নরেন্দ্র মোদী। তিনি টুইট করে আক্কির এই পদক্ষেপের প্রশংসা করেছেন।



প্রসঙ্গত, শুধু অক্ষয়, বরুণরাই নয়, প্রভাস, তাপসী পন্নু, করণ জোহর সহ অনেকেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার জন্য সকলকে আহ্বান করেছে।


আরও পড়ুন-রতন কাহারের 'বড় লোকের বিটি লো' নিয়ে 'নেপোয় মারলো দই', সোশ্যাল মিডিয়ায় হইচই