রতন কাহারের 'বড় লোকের বিটি লো' নিয়ে 'নেপোয় মারলো দই'! সোশ্যাল মিডিয়ায় হইচই

নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়া খুললেই র‍্যাপার বাদশার সঙ্গে পায়েল দেব এর গাওয়া 'বড়োলোকের বিটি লো' গানটি শুনে কান ঝালাপালা হওয়ার জোগাড়। গানের নাম দেওয়া হয়েছে 'গেন্দা ফুল'। বাংলা গানের সঙ্গে পাঞ্জাবি ঢুকিয়ে নতুন করে গানটি কম্পোজ করা হয়েছে। গানের মিউজিক ভিডিয়োতে কোমর দোলাতে দেখা গিয়েছে  বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। আর বাদশা ও পায়েল দেবের গাওয়া এই গান নিয়েই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। 

সমস্যা র‍্যাপার বাদশা ও পায়েল দেবের গান গাওয়া নিয়ে নয়, গানের মূল উৎসের কথা স্বীকার না করা নিয়ে। ইউটিউবে একটি ভালো করে খেয়াল করলেই দেখা যাবে গানের বিবরণীতে গানের কথায় (Lyrics) বাদশার নাম লেখা। কোথাও বহু পুরনো এবং জনপ্রিয় বাংলা গানের উৎসের কথা স্বীকার করা হয়নি। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকেই। অভিযোগ, এমন কালজয়ী গানের যিনি স্রষ্টা, সেই শিল্পী অনেকের অবহেলার মধ্যে বিস্মৃতই রয়ে গেলেন। আর তাঁর গান নিয়ে যা খুশি তাই করে ব্যবসা করে চলেছে অনেকে। অথচ সেই রতন কাহার তাঁর প্রকৃত সম্মান পেলেন না। 

কেউ লিখেছেন লিখেছেন বাংলা লোকসঙ্গীতকে যেভাবে ব্যবহার করা হয়েছে তা তাঁর মোটেও ভালো লাগেনি। কেউ আবার গানটি যিনি লিখেছিলেন তাঁর প্রতি কৃতজ্ঞতা না প্রকাশের জন্য ক্ষোভ উগড়ে দিয়েছেন। অসাধারণ এমন একটি লোকগীতি সৃষ্টির মূলে যিনি রয়েছেন, সেই রতন কাহারের কথা এবং গানটি তৈরির মূলে যে গল্প রয়েছে তার সবটাই উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। 

'বড়োলোকের বিটি লো' গানটির যিনি প্রকৃত স্রষ্টা সেই রাঢ় বাংলার শিল্পী রতন কাহারের একটি ভিডিয়ো শেয়ার করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় বিশেষ কিছু না লিখলেও পরিচালকের শেয়ার করা এই ভিডিয়োটিই অনেক কথা বলে দেয়।

যদিও 'গেন্দা ফুল' নামের এই মিউজিক ভিডিয়োটি নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হওয়ার পরে অরিজিনাল মিউজিক হিসাবে বাংলা লোকসঙ্গীতের কথা উল্লেখ করা হয়। কিন্তু কোথাও লেখা নেই রতন কাহারের নাম।

English Title: 
Boroloker Bitilo: Bengali folk created by Ratan Kahar reusing by Badsah, Netizens vent anger on Social Media
News Source: 
Home Title: 

রতন কাহারের 'বড় লোকের বিটি লো' নিয়ে নেপোয় মারলো দই! সোশ্যাল মিডিয়ায় হইচই

রতন কাহারের 'বড় লোকের বিটি লো' নিয়ে 'নেপোয় মারলো দই'! সোশ্যাল মিডিয়ায় হইচই
Yes
Is Blog?: 
No