নিজস্ব প্রতিবেদন: ভোট প্রচারে জনসভার মঞ্চে দাঁড়িয়ে বারবার তাঁর কন্ঠে সচেতনতার বার্তা উঠে এসেছে। সতর্ক থাকার কথা বলে বারবারই শিরোনামে উঠে এসেছেন অভিনেতা দেব (Dev)। ভোট প্রচারের মাঝেই পয়লা বৈশাখে নিয়েছিলেন বিরতি। বাঙালি সাজে সেজেও কথা বলার সময় ছাড়া একবারের জন্যও মাস্ক নামান নি অভিনেতা। সেদিনের ছবি পোস্ট করে অভিনেতা আবারও সকলকে সতর্ক করেছেন, রাজনীতিবিদদের বিঁধেছেন অভিনেতা। তিনি বলেন- 'আপনি যদি রাজনীতিবিদ (Politician) না হন তাহলে বাড়ি থেকে বের হবেন না। আমাদের দেশে নেতারাই একমাত্র নিয়ম গড়তে ও ভাঙতে পারেন।' এই মন্তব্য ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

WB Assembly Election 2021: করোনা আতঙ্ক, কলকাতায় আর প্রচার করবেন না Mamata



আরও পড়ুন:Covid 19: করোনা মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা নিয়েছে রাজ্য, Mamataর টুইট


জি ২৪ ঘণ্টার তরফ থেকে দেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান- ' কোভিড পরিস্থিতি ভয়াবহ। ক্ষমতা দখলের জন্য মিটিং মিছিল চলছেই। একজন একটা কথা বললে, পাল্টা মন্তব্য করার জন্য একটা জনসভা করা হচ্ছে। এই মুহুর্তে সবার আগে মানুষ বাঁচানোর লক্ষ্যে স্থির থাকা উচিৎ। জনসভা করলেও তাতে পঞ্চাশ জনের বেশি লোক যেন না থাকেন। বাইরে থেকে বড় বড় নেতামন্ত্রীরা এসে মিটিং-মিছিল করছেন, ক্ষমতা দখলের লড়াই চলছে, মানুষের জন্য কাজ করতে এসে মানুষের কথা ভাবছেন না কেউ, এটা বন্ধ হওয়া উচিৎ।'



দক্ষিণ দিনাজপুরের কামারপাড়ায় আজ জনসভা ছিল অভিনেতা সাংসদের। মাস্ক (Mask) পরে থাকা সকলকে ধন্যবাদ জানান অভিনেতা। তিনি বলেন- ' নেতাদের কাজ মানুষকে বাঁচিয়ে রাখা, আপনাদের ভাল রাখা। ভোট আসবে, ভোট যাবে,আপনারা সতর্ক থাকুন, মাস্ক পড়ুন।'  করোনার দাপটে যখন একের পর এক দল সভার সময়সীমা কমিয়ে দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) বন্ধ করে দিয়েছেন কলকাতার  জনসভা, ঠিক সেই সময়ে একমাত্র বিজেপি (BJP) জেলার দিকে দিকে প্রচার চালিয়ে যাচ্ছেন। ঠিক সেই সময়  তাঁর টুইটে 'রাজনীতিবিদ' খোঁচাটা কোনদিকে, তা স্পষ্ট করলেন অভিনেতা নিজেই।