নিজস্ব প্রতিবেদন: পর্নোগ্রাফি মামলায়(Pornography Case) অভিনেতা পুনম পাণ্ডেকে(Poonam Pandey) গ্রেফতার করা যাবে না বলে আদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট(Supreme Court)। বিচারপতি বিনীত শরণ এবং বি ভি নাগারথনার একটি বেঞ্চ এই নির্দেশ জারি করেছে। এর আগে বম্বে হাইকোর্ট পুনমের আগাম জামিন প্রত্যাখ্যান করেছিল। সেই আদেশের বিরুদ্ধে পান্ডের দায়ের করা আপিলের উপর মহারাষ্ট্র সরকারকে নির্দেশ জারি করেছে দেশের সর্ব্বোচ্চ আদালত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার বিচারপতি বলেন, "বিজ্ঞপ্তি জারি করুন, আবেদনকারীর বিরুদ্ধে কোন জবরদস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না"। একটি এফআইআরে অভিনেতা শার্লিন চোপড়ার সঙ্গে নাম ছিল পুনমেরও। বম্বে হাইকোর্ট ২৫ নভেম্বর তাঁর আগাম জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছিল। ডিসেম্বরে, সর্বোচ্চ আদালত রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফিক ভিডিও তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে নথিভুক্ত একটি এফআইআরের ক্ষেত্রেও একই নির্দেশ জারি করেছিল।


আরও পড়ুন: Nusrat Jahan on Controversy:'সবাইকে নয় যাঁদের জবাব দেওয়ার দেব,কখনও মিথ্যে কথা বলিনি,কিছু লুকোইনি' অকপট নুসরত


কুন্দ্রার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কিছু ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তারমধ্যে অন্যতম ছিল,নারীর অশালীন প্রতিনিধিত্ব (প্রতিরোধ) আইন এবং তথ্য প্রযুক্তি আইনের অধীনে যৌন ভিডিও প্রচার। এই দুই ধারার ভিত্তিতে মামলা করা হয়েছিল। গ্রেফতারি থেকে বাঁচতে, কুন্দ্রা প্রথমে দায়রা আদালত থেকে আগাম জামিন চেয়েছিলেন, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছিল, তারপরে তিনি উচ্চ আদালতে যান, দাবি করেছিলেন যে তাকে ফাঁসানো হয়েছে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)