জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অসুস্থ সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee)। ভর্তি রয়েছেন হাসপাতালে। হাতে স্যালাইনের নল - চোখে চশমা পরে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি, সোশ্যাল মিডিয়ায় নিজেই এই ছবি পোস্ট করেছেন গায়ক-অভিনেতা। শারীরিক কিছু সমস্যার জন্যই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় সাহেব চট্টোপাধ্যায়কে। অসুস্থতার কারণেই ২৬ ও ২৮ ডিসেম্বরের দুটি শো-ও বাতিল করতে হয়েছে। শোয়ের আয়োজক ও ভক্তদের কাছে সেই জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- TV Actress Hospitalised: ছুটি কাটাতে গিয়ে বিপত্তি! হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীর...


হাসপাতাল থেকেই একটি ছবি পোস্ট করে সাহেব লেখেন, 'হ্যালো বন্ধুরা! শারীরিক কিছু সমস্যার জন্য ২৫ ডিসেম্বর আমি হাসপাতালে ভর্তি হয়েছি। অসুস্থতার কারণে ২৬ ও ২৮ ডিসেম্বর পরপর দুটি লাইভ শো বাতিল করতে বাধ্য হলাম। এই ঘটনার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আশা করছি আমার পরিস্থিতিটা সকলে বুঝতে পারছেন। আমি এতটাই অসুস্থ যে যাঁরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের উত্তরও দিতে পারিনি। এই ঘটনার জন্যও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সেই সঙ্গে তাঁদেরকে অনেক ধন্যবাদ যাঁরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। নিজেকে খুব সুখী ও ভাগ্যবান মনে হচ্ছে।'



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)