নিজস্ব প্রতিবেদন: চলে গেলেন বর্ষীয়ান সংগীতশিল্পী মহম্মদ আজিজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। জানা গিয়েছে, কলকাতা থেকে একটি অনুষ্ঠান সেরে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ মুম্বইয়ে ফেরেন তিনি। মুম্বই বিমানবন্দরে পৌঁছানোর পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এর পর অসুস্থ শিল্পীকে মুম্বইয়ের নানাবতি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে মহম্মদ আজিজের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৫৪ সালের ২ জুলাই পশ্চিমবঙ্গের অশোকনগরে জন্ম মহম্মদ আজিজের। রফি পরবর্তী বলিউডে একাধিক জনপ্রিয় গানে ভারতের লক্ষ লক্ষ শ্রোতার মন জয় করে নেয় আজিজের কন্ঠস্বর। অনিল কাপুর অভিনীত ‘রাম-লক্ষণ’ ছবির ‘মাই নেম ইজ লক্ষণ’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই গানটি এখনও অনিল কাপুরের ফিল্ম কেরিয়ারের অন্যতম একটি জনপ্রিয় গান। ওই একই ছবির ‘মেরে দো আনমোল রতন’ গানটিও বেশ জনপ্রিয় হয়েছিল। এ ছাড়াও খুদা গাওয়া ছবির ‘তু মুঝে কুবুল’, ‘মহানতা’ ছবির ‘তিন তিনা তিন’, ‘পুলিশ ওউর মুজরিম’ ছবির ‘মেরে মেহবুব তুঝে’ ইত্যাদি গানগুলি বিশেষ উল্লেখযোগ্য। হিন্দি ছবি ছাড়া ওড়িয়া এবং বাংলা ছবিতেও তিনি অনেক গান গেয়েছেন।


তাঁর মৃত্যুর খবরে ভারতীয় সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া।