Kantara, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  বক্সঅফিসে একের পর এক বলিউড ছবি যখন মুখ থুবড়ে পড়ছে। তখন দক্ষিণী ছবিগুলি বক্স অফিস রিপোর্ট বলছে, 'পোন্নিয়িন সেলভান'কেও ছাপিয়ে গিয়েছে ঋষভ শেঠির 'কানতারা।' শুধুমাত্র কন্নড় ভষাতে মুক্তি পাওয়ার পরও এই ছবি দেশব্যাপী ৮০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে। শুধু তাই নয়,  IMDB-র রেটিংয়ে KGF-2, RRR-কেও ছাপিয়ে গেল ঋষভ শেঠির 'কানতারা'।  IMDB-র বিচারে ১০-এর মধ্যে ৮ পেয়েছিল রাজামৌলির RRR। অন্যদিকে যশ-এর KGF-2 পেয়েছিল ৮.৪। তবে ঋষভ শেঠির 'কানতারা' পেয়েছে ১০-এর মধ্যে ৯.৫। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঋষভ শেঠির 'কানতারা' দেখে প্রশংসায় পঞ্চমুখ প্রভাস থেকে ধনুশ। একবার নয় দু'বার ছবিটি দেখে ফেলেছেন প্রভাস। লিখেছেন, 'দ্বিতীয়পর কানতারা দেখলাম। অসাধারণ অভিজ্ঞতা।। ছবি কনসেপ্ট দারুণ, ক্লাইম্যাক্সও রোমাঞ্চকর। প্রেক্ষাগৃহে দেখার মতোই ছবি এটি।'



রানা দগ্গুবাতি লিখেছেন, ঘরের তৈরি ঋষভ শেঠি কন্নড় ছবি আগুন ধরিয়ে দিয়েছে। কানতারা ছবিটি সত্যিই অসাধারণ। ছবিতে যাঁরাই রয়েছেন, সকলের জন্যই শুভেচ্ছা রইল। ঋষভ শেঠি সত্যিই অনুপ্রেরণা দেওয়ার মতোই ছবি বানিয়েছেন।




'কানতারা' মুক্তি পেয়েছে গত ৩০ সেপ্টেম্বর। এটি একটি পৌরাণিক গল্প নির্ভর ছবি। এর সাফল্যের পর হিন্দি সহ একাধিক ভাষায় এটি মুক্তি দেওয়ার কথা ভাবছেন ছবির নির্মাতারা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)