ওয়েব ডেস্ক: বিয়েটা হব হব করছে। সূত্রের খবর যদি ঠিক হয়, তাহলে নাকি প্রীতি জিন্টা আগামী মাসেই বিয়ে করছেন। পাত্রের নাম গেনে গুডএনাফ।
এবছরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের লাস্যময়ী নায়িকা প্রীতি জিন্টা। শোনা গিয়েছিল প্রাক্তন প্রেমিক নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর আবার তিনি প্রেমে পড়েছেন। প্রীতির এই নতুন প্রেমিক লস অ্যাঞ্জেলসের গেনে গুডএনাফ। বিদেশি এই বয়ফ্রেন্ডের সঙ্গে মার্চ-এপ্রিল মাস নাগাদ নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পড়ুন বাবা হচ্ছেন শাহিদ কাপুর!!!


প্রীতির এক ঘনিষ্ট সূত্র থেকে জানা গিয়েছে, আমেরিকাতেই বিবাহ পর্ব সেরে ফেলতে চান প্রীতি। বিয়ের তারিখ এখনও স্থির হয়নি। প্রীতি আর গেনে দুজনেই বিয়েটা খুব গোপনভাবে সারতে চান। দুজনের পরিবারের কয়েকজন ঘনিষ্ট মানুষই উপস্থিত থাকতে চলেছেন তাঁদের বিয়েতে।
আমেরিকায় বিয়ে সারার পর মুম্বইয়েও একটা অনুষ্ঠানের কথা চলছে। যেখানে উপস্থিত থাকবেন বলিউডের তারকারা।