নিজস্ব প্রতিবেদন:  সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের আবদার মেটাতে প্রায়ই দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। সেলফি দিবসে এর অন্যথা হবে না এটাই স্বাভাবিক। এদিন ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে সুন্দর সেলফি শেয়ার করলেন পিগি চপস। তাঁর মতে, এটাই সবথেকে সুন্দর উপায় দিনটি উদযাপনের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নীল রঙের প্রিন্টেট টপে অনবদ্য লাগছে প্রিয়াঙ্কাকে, সঙ্গে মানানসই রোদচশমা, গোলাপী রঙের ঠোঁট যেন আলাদাই মাত্রা যোগ করেছে তাঁর সৌন্দর্যে। 



আরও পড়ুন, একসময় মনে হত সমাজে মেয়ে হয়ে জন্মানোটাই ভুল, 'sexism' নিয়ে বিস্ফোরক বিদ্যা


এই মুহূর্তে হাবি নিককে ছেড়ে লন্ডনে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। আমাজন প্রাইমের ওয়েবসিরিজ 'সিটাডেল'-এর শ্যুটিংয়ে লন্ডনে রয়েছেন পিগি চপস। আর পপ গায়ক নিক (Nick Jonas) রয়েছেন লস অ্যাঞ্জেলেস-এর বাড়িতে। আর এই সময়টাতে স্ত্রীকে 'মিস' করছেন নিক। তাঁর ইনস্টাগ্রাম পোস্ট অবশ্য তেমন কথাই বলছে।


প্রসঙ্গত, ২০১৮- ২ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবনে রাজকীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাতপাকে বাঁধা পড়েন নিক-প্রিয়াঙ্কা। হিন্দু ও খ্রিস্টীয় দুই রীতিতেই বিয়ে করেন তাঁরা।