Sushmita Sen-Priyanka Chopra : `ওদের বলে দাও তুমি রানি`, সুস্মিতার পাশে প্রিয়াঙ্কা
সুস্মিতার পাশে রণবীর সিং, নেহা ধুপিয়া, সুনীল শেঠিরা...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিতর্কিত ললিত মোদী (Lalit Modi)র সঙ্গে সম্পর্ক। আপাতত তাই নেটদুনিয়ার নয়া টার্গেট সুস্মিতা সেন (Sushmita Sen)। সুন্দরী, স্বাবলম্বী, স্বাধীনচেতা সুস্মিতার কীভাবে দূর্নীতিগ্রস্ত ললিত মোদীকে পছন্দ হতে পারে? বিস্মিত নেটজনতা। তাঁদের অনেকেরই বক্তব্য সুস্মিতা টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছেন। তাঁকে 'গোল্ড ডিগার' বলেও আক্রমণ করতে ছাড়ছেন না নেটিজেনদের একাংশ। বিতর্কে 'নির্বাক' না থেকে প্রাক্তন মিস ইউনিভার্সের সাফ কথা, 'সোনার লোভে তিনি ঘোরেন না, তাঁর পছন্দ হীরে। আর সেগুলি তিনি নিজেই কেনার ক্ষমতা রাখেন।'
এই মামলায় সুস্মিতা পাশে পেয়েছেন প্রাক্তন 'মিস ওয়ার্ল্ড' প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)কে। সুস্মিতার পোস্টের নিচে তাঁর মতামতকে সমর্থন করে প্রিয়াঙ্কা লিখেছেন, 'ওদের জানিয়ে দাও যে তুমি রানি'। সঙ্গে আগুনের ইমোজি দিয়েছেন। সুস্মিতা পাশে পেয়েছেন নেহা ধুপিয়া এবং রণবীর সিং-কে। নেহা 'সুস' লিখে ভালোবাসা এবং আগুনের ইমোজি দিয়েছেন। রণবীর সিংও সুস্মিতার লেখার নিচে হার্ট ইমোজি দিয়েছেন। এছাড়াও সুস্মিতা পাশে পেয়েছেন সুনীল শেঠি, আথিয়া শেঠি রাজেশ খট্টরদের।
আরও পড়ুন-জাতীয়স্তরে সাঁতরে রেকর্ড ভাঙলেন মাধবন পুত্র বেদান্ত
আরও পড়ুন-তৃতীয়বার মা হচ্ছেন করিনা? পঞ্চম সন্তানের বাবা সইফ!
রবিবার সুস্মিতা লেখেন, ' আমি একেবারই আমার সত্ত্বা এবং বিবেকে কেন্দ্রীভূত। একত্ব অনুভব করাতে প্রকৃতি যেভাবে তার সৃষ্টিকে একত্রিত করে, সেটাকে আমি ভালোবাসি। যখন আমরা ভারসাম্য হারাই তখন বোঝা যায় আমরা কতটা বিভক্ত। আমাদের চারপাশের জগতটা কতটা অসুখী, তা দেখে কষ্ট হয়। তথাকথিত বুদ্ধিজীবীদের মানসিকতা, সস্তা মজার গসিপ, এধরনের বন্ধু আমার কখনও ছিল না, এধরনের মানুষের সঙ্গে আমি কখনও দেখাও করিনি। অনেকেই আমার জীবন, চরিত্র সম্পর্কে অসাধারণ মতামত, গভীর জ্ঞান জাহির করছেন। আমাকে ওঁদের গোল্ড ডিগার বলে মনে হয়েছে। আহা জিনিয়াস...।'
সুস্মিতা লিখেছেন, 'আমি সোনার থেকেও আরও গভীরে খনন করি। সোনা নয়, আমার পছন্দ হীরে। তবে হ্যাঁ, আমি সেগুলি নিজের ক্ষমতায় কিনি।' তিনি জানিয়েছেন, 'যাঁরা আমার শুভাকাঙ্খী, আমাকে ভালোবাসেন, তাঁদের জন্য আমার ভালোবাসা সবসময়ের জন্য বর্ধিত। তাঁরা জানবেন আপনাদের সুস একেবারে ঠিক আছেন। আমি কখনওই ক্ষণস্থায়ী, ধারকরা আলোতে বাস করতে পছন্দ করি না। আমি সেই সূর্য যে নিখুঁতভাবে নিজের সত্ত্বা, বিবেকে কেন্দ্রীভূত। বন্ধুরা, ভালোবাসা রইল...'। শুধু তাই নয়, ট্রোলারদের জবাব দিয়েছেন ললিত মোদীও। লেখেন 'আমার মনে হয়, আমরা এখনও মধ্যযুগে বসবাস করছি। দুজন মানুষ কি বন্ধু হতে পারে না? তাঁদের রসায়ন যদি ভালো হয়, সময় সঠিক হয়, তাহলে ম্যাজিক হতেই পারে।...'