নিজস্ব প্রতিবেদন : এবার পর্দায় মা আনন্দ শীলা হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। সৌজন্যে আমাজন স্টুডিয়োস-এর ছবি 'শীলা'। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ব্যারি লেভিনসন। 'হলিউড রিপোর্টার'-এর প্রতিবেদন অনুসারে ছবি একজন প্রযোজকের ভূমিকাতেও রয়েছেন প্রিয়াঙ্কা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লেভিনসন পরিচালিত 'শীলা' ছবিতে আধ্যাত্মিক গুরু বলে পরিচিত ওশো-র ব্যক্তিগত সচিব ছিলেন মা আনন্দ শীলা। তাঁর জীবনের উপরই তৈরি হবে এই ছবি। নেটফ্লিক্সের একটি ডকুমেন্টরি 'ওয়াইল্ড ওয়াইল্ড কান্ট্রি'র মাধ্যমেই প্রথমবার পর্দায় উঠে আসে মা আনন্দ শীলার গল্প। ১৯৮১ থেকে ১৯৮৫ আত্মাত্মিক গুরু রজনীশ ওরফে ওশোর ব্যক্তিগত সচিব হিসাবে কাজ করেন মা আনন্দ শীলা। তিনি রজনীশপুরম আশ্রমের দায়িত্বেও ছিলেন। মার্কিন মুলুকে ছিল রজনীশের এই আশ্রম। তবে অবশ্য এই ওশো অর্থাৎ রজনীশকে আত্মাতিক গুরু না বলে 'সেক্স গুরু' বললেও ভুল হবে না। একসময় এই শীলার নেতৃত্বেই রজনীশের অনুগামীরা মার্কিন মুলুকের সালাদ বার ও রেস্তোরাঁ গুলিতে বিষ মেশানোর ঘটনায় জড়িয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়েন ৭৫০জন মানুষ। ১৯৮৪ সালে ওরেগান প্রদেশে তে বায়োটেরর অ্যাটাকে দোষী প্রমাণিত হন শীলা। যেটা মার্কিন ইতিহাসে অন্যতম বড় আক্রমণ ছিল। এই ঘটনায় দোষী প্রমাণিত হয়েছিলেন শীলা, জেল হয়েছিল তাঁর। পরবর্তীকালে পাততাড়ি গুটিয়ে দেশে ফিরে আসেন রজনীশ। তবে জেল থেকে বের হওয়ার পর শীলাই আবার ফাঁস করেছিলেন নানান তথা। সেই শীলার ভূমিকাতেই দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। 


আরও পড়ুন- কঙ্গনার সঙ্গে প্রেম, 'থালাইভি'তে যীশু!



আরও পড়ুন-হৃত্বিককে পাশে নিয়ে উপবাস করে শিবরাত্রির পুজোয় সুজান খান



প্রিয়াঙ্কা অবশ্য আগেই এলেন ডিজেনার্স-এর টক শোয়ে গিয়ে 'ওয়াইল্ড, ওয়াইল্ড কান্ট্রি'র বিষয় নিয়ে ছবি বানানোর কথা বলেছিলেন। এই ছবিটি ছাড়াও পিগি চপসকে রমিন বাহরানির 'দ্য হোয়াইট টাইগার', রবার্ট রডরিগেসের 'উই ক্যান বি হিরোস' এবং ম্যাট্রিক্সের আগামী ছবিতেও দেখা যাবে। 


আরও পড়ুন-জন্মদিনে প্রেম আর বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মনামী