Prosenjit Weds Rituparna: প্রসেনজিৎ-ঋতুপর্ণার `নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে’! প্রকাশ্যে বিয়েবাড়ির গান
Prosenjit Weds Rituparna: উত্তম-সুচিত্রার পরে তাঁদের জুটিকেই বাংলার সবচেয়ে জনপ্রিয় জুটি বলে মনে করে সিনেপ্রেমীরা। একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তাঁরা। তবে এই প্রথম অফস্ক্রিনও জুটি বাঁধছেন এই দুই সুপারস্টার।
Prosenjit Weds Rituparna, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে’, প্রসেনজিৎ-ঋতুপর্ণা অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির এই গান বিয়েবাড়ির আইকনিক বাংলা গান। দীর্ঘ ২২ বছর পর সেই গান আবার ফিরছে। সৌজন্যে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। গানের কথা ও সুরে দেবদীপ মুখোপাধ্যায়। ইতিমধ্যেই ২৫ শে নভেম্বর সবাইকে নিমন্ত্রণ জানিয়েছেন দুই তারকা। বিয়ে হবে আর গান বাজবে না তা কী হয়! সোমবার সামনে এল বিয়েবাড়ির গান। তবে সেখানেও রয়েছে চমক। বিয়েবাড়ির গান লঞ্চে সোজা এসপ্লানেড মেট্রো স্টেশনে হাজির প্রসেনজিৎ-ঋতুপর্ণা, তাঁদের সঙ্গে ছিলেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির পরিচালক হরনাথ চক্রবর্তীও। বোঝাই যাচ্ছে বিয়ের প্রস্তুতি তুঙ্গে।
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
অবশেষে প্রসেনজিতকে বিয়ে করতে চলেছেন ঋতুপর্ণা, ঘটকালিটা করেছেন বোন পল্লবীই। এখবর এখন অনেকেই জেনে গিয়েছেন। কিছুদিন আগে তাঁদের বিয়ের নিমন্ত্রণপত্রে সামনে এসেছিল, বিয়ের তারিখ ২৫ নভেম্বর। বিয়ের তত্ত্বাবধানে রয়েছেন মোহর ও শর্মিষ্ঠা। কিছুদিন আগে ছবির প্রচারে নিজের তিনটে বিয়ে নিয়ে নিজেই মজা করেছিলেন, সেই প্রসেনজিৎ-ই কিনা চতুর্থ বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলেন! এনিয়ে লোকজনের মধ্যে গুঞ্জন, আলোচনা চলছেই।তাহলে কী ফের বিয়ের পিঁড়িতে বসছেন দুই তারকা, আসলে এই সবই তাঁদের আগামী ছবির প্রচার।
ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে বাংলা ছবির অন্যতম জনপ্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তকে। ছবির নাম ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। প্রসেনজিৎ ও ঋতুপর্ণা জুটি অভিনীত সমস্ত ছবির কিছু কিছু ঝলক উঠে আসবে এই ছবিতে। উত্তম-সুচিত্রার পরে তাঁদের জুটিকেই বাংলার সবচেয়ে জনপ্রিয় জুটি বলে মনে করে সিনেপ্রেমীরা। একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তাঁরা। তবে এই প্রথম অফস্ক্রিনও জুটি বাঁধছেন এই দুই সুপারস্টার। সম্রাট শর্মা ও টিম হাট্টিমাটিমের আগামী ছবি 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'। আদ্যপান্ত মজার এই ছবি যৌথভাবে নিবেদন করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিতে তাঁরা দুজনই অবশ্য রয়েছেন ক্যামিও চরিত্রে। মুখ্য চরিত্রে দেখা যাবে ঋষভ বসু ও ইপ্সিতা মুখোপাধ্যায়কে।