`রাজি`-তে আলিয়া মুগ্ধ করবে আপনাকে, দেখুন ট্রেলর
পাকিস্তানে থাকতে হবে। ভারতের হয়ে পাকিস্তানে থেকে, সেখানকার খবর সংগ্রহ করতে হবে। আর সেই কাজ করতেই গিয়ে আলিয়া যা করলেন। অবাক লাগছে শুনতে? তাহলে দেখুন..
নিজস্ব প্রতিবেদন : পাকিস্তানে থাকতে হবে। ভারতের হয়ে পাকিস্তানে থেকে, সেখানকার খবর সংগ্রহ করতে হবে। আর সেই কাজ করতেই গিয়ে আলিয়া যা করলেন। অবাক লাগছে শুনতে? তাহলে দেখুন..
প্রেক্ষাপট ১৯৭০। ওই সময় ভারতের এক কন্যার সঙ্গে বিয়ে হয় পাকিস্তানের এক পুলিস অফিসারের। ১৯৭১ সালে ভারতের ওই মেয়েকে বিয়ে দিয়ে পাকিস্তানে পাঠানো হয়। কিন্তু, ভারতের স্বার্থেই পাকিস্তানি পুলিস অফিসারের সঙ্গে বিয়ে দেওয়া হয় আলিয়ার। এরপর সাধারণ এক গৃহবধূ থেকে কীভাবে তিনি ভারতীয় গোয়েন্দা দফতরের একজন অন্যতম সদস্য হয়ে ওঠেন, আলিয়ার ‘রাজি’ সেই গল্পই বলবে আপনাকে।
আরও পড়ুন : আঙুল উঁচিয়ে ভক্তদের চোখ রাঙালেন সলমন, দেখুন ভিডিও
করণ জহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর হাত ধরে বলিউডে ডেবিউ করেন আলিয়া ভাট। এরপর হাইওয়ে, টু স্টেটস, উড়তা পঞ্জাব, কাপুর এন্ড সন্স, বদ্রীনাথ কি দুলহানিয়া, হাম্পটি শর্মা কি দুলহানিয়ার মত একাধিক সিনেমায় অভিনয় করেছেন আলিয়া। কিন্তু, মহেশ ভাট কন্যার এমন লুক আগে কখনও দেখেননি।
আরও পড়ুন : সৌদি রাজকুমারীর জন্য সুইতজারল্যান্ডে রিসর্ট পেলেন না আলিয়া
‘রাজি’-তে আলিয়া ভাটের সঙ্গে দেখা যাচ্ছে ভিকি কৌশলকে।