জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সারা ভারতের মতো বাংলাতেও রমরমিয়ে চলছে 'পুষ্পা ২'। এখানেই শেষ নয়, পুজোয় মুক্তিপ্রাপ্ত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি 'বহুরূপী'র শোও এখনও হাউজফুল চলছে। এর জেরেই শো পেতে সমস্যা তৈরি হয়েছে চার নতুন বাংলা ছবির। গতকালই এই বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন দেব। এবার সেই একই ক্ষোভ রাজ চক্রবর্তীর। মাল্টিপ্লেক্সে জায়গা পেলেও দক্ষিণ কলকাতার কোনও ‘সিঙ্গল’ স্ক্রিনে শো পায়নি  রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) ‘সন্তান’ (Shontaan)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Dev: 'পুষ্পা ২'র দাপটে শো পাচ্ছে না 'খাদান'! ক্ষোভ উগরে দেব বললেন...


রিলিজের একদিন আগের হল লিস্টের হিসেব কষে দেখা গেল প্রিয়া, নন্দন সহ একটিও দক্ষিণ কলকাতার সিঙ্গল স্ক্রিনে জায়গা পায়নি রাজ চক্রবর্তীর এই ছবি। চার-চারটে বাংলা সিনেমার রিলিজ। কাকে ছেড়ে কাকে শো দেওয়া হবে, এই নিয়েই চিন্তার ভাঁজ হলমালিকদের মাথায়। সেখানেই ব্রাত্য রয়ে গেলেন রাজ। যা সত্যিই উদ্বেগজনক। কারণ সিঙ্গল স্ক্রিনগুলিতে টিকিটের দাম খুব কম। আর সেই কারণেই বেশিরভাগ দর্শক-অনুরাগীরা সেখানেই ছবি দেখার জন্য মুখিয়ে থাকেন। অতঃপর পরিচালক-প্রযোজকদের কাছে সিঙ্গল স্ক্রিনে শোয়ের স্লট পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনও ছবি যদি সিঙ্গল স্ক্রিনে জায়গা না পায়, তাহলে তা প্রভাব ফেলবে সিনেমার বক্স অফিস কালেকশনেও। 


আরও পড়ুন- Devoleena Bhattacharjee: 'আমার সন্তান, আমার ধর্ম, আমি বুঝব! আপনি কে?', মা হলেন 'বিতর্কিত' অভিনেত্রী দেবলীনা...


যদিও আইনক্স হাইল্যান্ড পার্ক, সিনেপলিস অ্যাক্রোপলিস মল, আইনক্স সাউথ সিটি, আইনক্স কোয়েস্ট মল, পিভিআর মানি স্কোয়্যার সহ জেলার বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে শো রয়েছে ‘সন্তান’-এর। মঙ্গলবার প্রিমিয়ারে রাজের ‘সন্তান’ দেখার পর গোটা প্রেক্ষাগৃহ আবেগে ভেসেছে। শো শেষে রাজ চক্রবর্তীকে জড়িয়ে কেঁদেই ফেলেন তাঁর স্ত্রী তথা ছবির মুখ্য অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাবার চরিত্রে মিঠুন চক্রবর্তীও কাঁদিয়েছেন দর্শককে। ‘স্বার্থপর’ ছেলের চরিত্রে ঋত্বিক চক্রবর্তীও বাজিমাত করেছেন। সিনেসমালোচকমহলেও বেশ প্রশংসিত ‘সন্তান’। কিন্তু কন্টেন্ট ভালো হওয়া সত্ত্বেও হলে শো পাওয়া নিয়ে সমস্যা রয়েই গিয়েছে। দক্ষিণের কোনও সিঙ্গল স্ক্রিনে ‘সন্তান’ এখনও ঠাঁই পায়নি। এই ঘটনায় ছবি ব্যবসা সম্পর্কে বেশ বিব্রত পরিচালক। 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)