Dev: 'পুষ্পা ২'র দাপটে শো পাচ্ছে না 'খাদান'! ক্ষোভ উগরে দেব বললেন...
Khadaan: একসঙ্গে মুক্তি পাচ্ছে চারটি বাংলা ছবি। কিন্তু একইসঙ্গে সারা ভারতের মতো বাংলাতেও রমরমিয়ে চলছে 'পুষ্পা ২'। এখানেই শেষ নয়, পুজোয় মুক্তিপ্রাপ্ত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি 'বহুরূপী'র শোও এখনও হাউজফুল চলছে। রিলিজের আগেই শো পাওয়া নিয়ে নিজের ক্ষোভ জানালেন দেব।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড়দিনে মুক্তি পেতে চলেছে একাধিক বাংলা ছবি। সেই তালিকায় রয়েছে দেবের 'খাদান', রাজ চক্রবর্তীর ছবি 'সন্তান', প্রতিম ডি গুপ্তার 'চালচিত্র' ও মানসী সিনহার '৫ নং স্বপ্নময় লেন'। সবমিলিয়ে একসঙ্গে মুক্তি পাচ্ছে চারটি বাংলা ছবি। কিন্তু একইসঙ্গে সারা ভারতের মতো বাংলাতেও রমরমিয়ে চলছে 'পুষ্পা ২'। এখানেই শেষ নয়, পুজোয় মুক্তিপ্রাপ্ত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি 'বহুরূপী'র শোও এখনও হাউজফুল চলছে। এর জেরেই হল পাচ্ছে সমস্যা তৈরি হয়েছে চার নতুন বাংলা ছবির।
আরও পড়ুন- Pori Moni: সিঁথিতে সিঁদুর! 'উষ্ণ ও আত্মবিশ্বাসী' পরীমণির ছবি ঘিরে হইচই...
আগামী ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে দেবের খাদান। অনেকদিন পর অ্যাকশন নির্ভর মশালা বানিজ্যিক ছবিতে ফিরছেন নায়ক। তবে রিলিজের আগেই সমস্যার মুখে এই ছবি। বুধবার দেব দাবি করেন যে খাদানের অ্যাডভান্স বুকিং শুরু করতে পারছেন না কারণ এই ছবি যথাযথ শো পাচ্ছে না।
দেব বলেন,"খুবই দুঃখিত দর্শকের কাছে, কারণ 'খাদান'-এর আগাম টিকিট বিক্রি এখনও শুরু হয়নি। বিশ্বাস করো, আমি ভীষণ চেষ্টা করছি আর খাদানের অ্যাডভান্স বুকিং শুরু করার জন্য লড়াই করছি। বাংলায় অন্য ভাষার ছবি মুক্তির কারণেই এখনও খাদান যথাযথ শো পাচ্ছে না। সত্যিই দুঃখিত। প্লিজ ধৈর্য্য রাখুন। আমি হাল ছাড়ব না।"
আরও পড়ুন- Bohurupi: সব রেকর্ড ভেঙে চুরমার! দশম সপ্তাহেও হাউজফুল, 'বহুরূপী'র আয় ছাড়াল...
শুধু দেব নন, এই একই সমস্যার মুখে বাকি তিন ছবিও। দেবের পাশে দাঁড়িয়েছেন কুণাল ঘোষ। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'পুষ্পা ২, চলুক। কিন্তু সামনে চারটি নতুন বাংলা সিনেমা আসছে। খাদান, সন্তান, 5 নং স্বপ্নময় লেন, চালচিত্র। পাশাপাশি বহুরূপী এখনও দাপটে চলছে। বাংলা ছবির হল পেতে সমস্যার কথা শোনা যাচ্ছে কেন? হিন্দি বা অন্য ছবি চলবে। কিন্তু বাংলা ছবিকে যথাযথভাবে দর্শকের দরবারে হাজির হওয়ার সুযোগ তো দিতে হবে। দর্শক ভালোমন্দ বিচার করবেন তারপর। চারটি নতুন ছবি একসঙ্গে। বড় কম কথা নয়। হল সমস্যার সুষ্ঠু সমাধান হোক'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)