নিজস্ব প্রতিবেদন : ''বহুদিন ধরে আমার এবং আমার স্বামীর কোনও কাজ নেই, রাজদা একটা কাজ দেবেন?'' এমনই আর্জি নিয়ে টুইটারে পরিচালক, বিধায়ক রাজ চক্রবর্তীর কাছে আবেদন করে বসেন এক মহিলা। আবেদনকারীর বাড়ি শ্যামনগর। ফেরালেন না রাজ। তাঁর সাহায্যের আশ্বার দিয়ে টুইটে পাল্টা উত্তরও দিলেন পরিচালক, বিধায়ক রাজ চক্রবর্তী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিছুদিন আগেই টুইটে শ্যামনগরের বাসিন্দা রীতা লেখেন, ''রাজদা আমি রীতা মজুমদার। আমার বাড়ি শ্যামনগর। ২ মাস ধরে আমার আর বরের কোনও কাজ নেই। আমরা ভাড়া বাড়ি থাকি। আমাদের একজনের জন্য দয়া করে যদি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে খুব ভালো হয়। কারণ আমরা ভাড়া বাড়ি থাকি, অনেক মাসের ভাড়া বাকি পড়ে গেছে দিতে পারছি না।''


আরও পড়ুন-শত্রুঘ্ন সিনহার সঙ্গে প্রেম, গোপনে পাক ক্রিকেটার Mohsin Khan-কে বিয়ে করেছিলেন অভিনেত্রী Reena Roy



রীতার এই টুইট নজর এড়ায়নি রাজ চক্রবর্তীর। তিনি পাল্টা উত্তরে লেখেন, ''হাই রীতা, আমি তোমার বিষয়টা  তোমাদের বিধায়ক সোমনাথ  শ্যামদা কে বলেছি, উনি খুব ভালো মানুষ। উনি বলেছেন দেখে নিচ্ছেন।''



প্রসঙ্গত, ২০২১-র বিধানসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে জিতে বিধায়ক হয়েছেন রাজ চক্রবর্তী। 


আরও পড়ুন-Sonam Kapoor-র জন্য স্কুল থেকে সাসপেন্ড হতে হয়েছিল Arjun-কে