নিজস্ব প্রতিবেদন : ফের তৃণমূলে যোগ দিলেন একঝাঁক তারকা। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ডানলপের সাহাগঞ্জের সভায় আজ তৃণমূল কংগ্রেসে যোগ দেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty), সায়নী ঘোষ (Saayoni Ghosh), কাঞ্চন মল্লিক, সুদেষ্ণা রায়, মানালি দে, জুন মালিয়া। টলিউডের একঝাঁক তারকার পাশাপাশি আজ তৃণমূলে (TMC) যোগ দেন মনোজ তিওয়ারিও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার টলিউডের একঝাঁক তারকা তৃণমূলে যোগ দেওয়ার পর সায়নী ঘোষকে নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সায়নী টুইটারে দুটো কথা বলেছিলেন। তারপর থেকেই সায়নীকে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। কেন সায়নীকে এভাবে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে বলে প্রকাশ্য জনসভা থেকে প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী।


আরও পড়ুন  :আথিয়ার ছবি দেখে কুপোকাত, KL Rahul এর মন্তব্য নিয়ে জোর জল্পনা


সম্প্রতি টেলিভিশন চ্যানেলের টক শোয়ে হাজির হয়ে বিতর্কে জড়ান সায়নী ঘোষ। টক শোয়ে সায়নীর ওই মন্তব্যের পরপরই জোর জল্পনা শুরু হয়ে যায়। যার জেরে সায়নী ঘোষকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই সায়নীকে সমর্থন করে ময়দানে নামেন অভিনেত্রী দেবলীনা দত্ত। সায়নীকে সমর্থন করায় দেবলীনা দত্তর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের তোড়জোড় শুরু করেন বিজেপি (BJP) নেতা তরুণজ্যোতি তিওয়ারি। যা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়ে যায়।


আরও পড়ুন  : নবজাতকের নাম কী রাখলেন Kareena, Saif? উত্তর দিলেন রণধীর কাপুর


ওই ঘটনার পর এবার ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন অভিনেত্রী সায়নী ঘোষ।