নিজস্ব প্রতিবেদন: বিয়ের পর রাজ চক্রবর্তী পরিচালনায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম ছবি 'পরিণীতা' মুক্তি পেতে এখনও বেশকিছুদিন বাকি। তার আগেই 'গর্ভধারিণী'র কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

না, না বিষয়টা নিয়ে অন্যরকম ভাবার কারণ এক্কেবারেই নেই। রাজ চক্রবর্তী প্রযোজনা সংস্থার আগামী ছবি হল 'হে গর্ভধারিণী'। প্রযোজনার পাশাপাশি এই ছবির পরিচালনাও করবেন রাজ। ছবির কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। সেকথাই সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। সম্প্রতি হয়ে গিয়েছে ছবির মহরৎ। 


আরও পড়ুন-'এক যে ছিল রাজা'র জাতীয় পুরস্কার, গোটা টিমকে শুভেচ্ছা জয়ার



তবে 'হে গর্বধারিণী' ছবিতে শুভশ্রীর পাশাপাশি কারা অভিনয় করবেন, ছবির বিষয়বস্তুই বা কী? সেবিষয়ে অবশ্য এখনও কিছুই জানানো হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় রাজের পোস্ট করা 'হে গর্ভধারিণী'র মহরৎ-এর ছবিতে শুভশ্রীর পাশাপাশি দেখা গেছে ঋত্বিক চক্রবর্তী, পার্ণো মিত্র, সোহম চক্রবর্তী আরও বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে। 



প্রসঙ্গত, শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত রাজ চক্রবর্তীর ছবি পরিণীতা মুক্তি পাচ্ছে আগামী ৬ সেপ্টেম্বর। যেখানে শুভশ্রীর বিপরীতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। ইতিমধ্য়েই সিনেমাপ্রেমীদের মন কেড়েছে ছবির ট্রেলার ও গান। ট্রেলার দেখে শুভশ্রীর অভিনয়ের প্রশংসাও করেছেন অনেকেই। 


আরও পড়ুন-ভিডিয়ো: গান্ধীর পছন্দের 'বৈষ্ণব জন তো'র বাংলা অনুবাদে গাইলেন শ্রেয়া