নিজস্ব প্রতিবেদন : পর্নোগ্রাফি (Pornography) মামলায় বহুদিন হল জেলেই রয়েছেন রাজ কুন্দ্রা (Raj Kundra)। এই মামলায় রাজের বিরুদ্ধে সম্প্রতি ১৫০০ পাতার চার্জশিট জমা দিয়েছে মুম্বই পুলিস। এবার রাজের বিরুদ্ধে মুখ খুললেন তাঁর ব্যবসায়িক অংশীদার সৌরভ কুশওয়াহা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একটি সর্বভারতীয় সংবাদ-মাধ্যমের কাছে রাজ ও তাঁর ব্যবসা সম্পর্কে অনেক কথা সামনে এনেছেন সৌরভ কুশওয়াহা। তাঁর বক্তব্যও রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে জমা দেওয়া সাপ্লিমেন্টরি চার্জশিটে তুলে ধরেছে মুম্বই পুলিস (Mumbai Police)। সৌরভ কুশওয়াহা জানিয়েছেন, রাজ Hotshot  অ্যাপটি বানিয়েছিলেন পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়ার জন্য। 


আরও পড়ুন-Exclusive: Raj Kundra Pornography মামলায় ১৫০০ পাতার চার্জশিট, Shilpa-র বিবৃতি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য


হটশট অ্যাপ সম্পর্কে বলতে গিয়ে সৌরভ কুশওয়াহা বলেন, এই অ্যাপটি প্রতিষ্ঠা করেছিল আর্মসপ্রাইম লিমিটেড। করণ কুন্দ্রা এবং সৌরভ কুশওয়াহা ছিলেন অ্যাপটির পরিচালক। এতে সৌরভ কুশওয়াহার ৩৫ শতাংশ শেয়ার ছিল। তবে সৌরভ জানিয়েছেন, ভিডিও আপলোড করা সহ অ্যাপের পুরো নিয়ন্ত্রণ রাজ কুন্দ্রার হাতেই ছিল। হটশট অ্যাপটি ব্রিটেনের কেনরিন লিমিটেডের কাছে বিক্রি করা হয়েছিল।


চার্জশিটে আরও বলা হয়েছে, গুগল এবং অ্যাপল অ্যাপের মাধ্যমে আসা Hotshot-এর রাজস্ব ব্রিটেনের লয়েডস ব্যাংকে কেনরিনের যে অ্যাকাউন্ট রয়েছে তাতে চলে যেত। ২০১৫-র অগস্ট থেকে  ২০২০-র ডিসেম্বর পর্যন্ত Hotshot অ্যাপ থেকে প্রাপ্ত রাজস্ব গুগল এবং অ্যাপল ইনকর্পোরেটেড আর্মসপ্রাইম ইন্ডিয়ান অ্যাকাউন্টের পরিবর্তে যুক্তরাজ্যের লয়েডস ব্যাংক পরিচালিত কেনরিনে অ্যাকাউন্টে স্থানান্তর হয়। প্রসঙ্গত, সৌরভ কুশওয়াহা আরও জানিয়েছেন, Hotshot অ্যাপের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি এর থেকে বেশি কিছু জানেন না, কারণে এটি পরের দিকে রাজ কুন্দ্রা এবং টেক-হেড রায়ান থর্পই পরিচালনা করছিলেন।


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)