Exclusive: Raj Kundra Pornography মামলায় ১৫০০ পাতার চার্জশিট, Shilpa-র বিবৃতি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

পর্নোগ্রাফি মামলায় বুধবার রাজ কুন্দ্রার বিরুদ্ধে সাপ্লিমেন্টরি চার্জশিট জমা দিয়েছে মুম্বই পুলিস। ​

Updated By: Sep 16, 2021, 01:08 PM IST
Exclusive: Raj Kundra Pornography মামলায় ১৫০০ পাতার চার্জশিট, Shilpa-র বিবৃতি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

অঙ্কুর ত্যাগী: পর্নোগ্রাফি মামলায়(Pornography Case) রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে দায়ের করা হয়েছে ১৫০০ পাতার চার্জশিট। আদালতে মুম্বই পুলিসের (Mumbai Police) প্রপার্টি সেলের দায়ের করা সেই চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে শিল্পা শেট্টি (Shilpa Shetty) বিবৃতি। এই বিবৃতি অনুসারে, শিল্পা শেট্টি পুলিসকে জানিয়েছেন যে ২০১৫ সালে রাজ কুন্দ্রা ''ভিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড'' (Vian Industries Limited) তৈরি করেছিলেন। শিল্পা শেট্টি এপ্রিল 2015 থেকে জুলাই 2020 পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। কোম্পানিতে তার শেয়ার ছিল ২৪.৫০%। পরে ব্যক্তিগত কারণে শিল্পা শেট্টি ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেন। প্রপার্টি সেলের অফিসারদের তিনি জানান, হটশটস (Hotshots) এবং বলিফেম (Bollyfame) সম্পর্কে কোনও তথ্যই তাঁর কাছে নেই। তাঁর মতে, তিনি জানতেনই না যে রাজ কুন্দ্রা এমন কোনও কাজ করছেন।

চার্জশিট অনুযায়ী, রাজ কুন্দ্রা ৫ ফেব্রুয়ারি ২০১৯ থেকে ১১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত আর্মস প্রাইমের (Arms Prime) ডিরেক্টর ছিলেন। অন্যদিকে লন্ডনের কেনরিন কোম্পানি, যার ডিরেক্টর প্রদীপ বক্সী, তিনি রাজ কুন্দ্রার আত্মীয়। তিনি এই কোম্পানি প্রতিষ্ঠা করেন ৩ মার্চ, ২০০৫। মুম্বই পুলিশ জানতে পেরেছে যে অক্টোবর ২০১৯ থেকে হটশটের রাজস্ব আয় শুরু হয়েছে। প্রপার্টি সেলের অফিসারদের মতে, ইমেইল এবং কম্পিউটার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অগাস্ট ২০১৯ থেকে অক্টোবর ২০১৯ পর্যন্ত গুগল থেকে এই কোম্পানি পেয়েছে ২০ লক্ষ ২৪ হাজার ৭৭৬  টাকা। আগস্ট ২০১৯ থেকে ডিসেম্বর ২০২০ পর্যন্ত অ্যাপল থেকে ১ কোটি ১৪ লক্ষ ৫৮ হাজার ৯২৫ টাকা পেয়েছে। এছাড়াও অক্টোবর ২০১৯ থেকে গুগল থেকে কত টাকা পাওয়া গেছে সে সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: Javed Akhtar: 'ভারতীয় হিন্দুরা সহনশীল', Taliban-RSS বিতর্কে ইতি টানলেন কিংবদন্তি গীতিকার

রাজ কুন্দ্রা এবং সৌরভ কুশওয়ারের (Sourav Kushwar) মধ্যে যে মেল আদান প্রদান হয়েছে, সেই অনুযায়ী জানা যাচ্ছে, ১৬ নভেম্বর ২০১৯-এ, রাজ কুন্দ্রা মেলের মাধ্যমে জানিয়েছিলেন যে আর্মস প্রাইম আশানুরূপভাবে উন্নতি করছে না, এই কারণে তিনি আর্মস প্রাইম ছেড়ে যেতে চান এবং শেয়ারের বিনিময়ে তার বিনিয়োগকৃত ৮৭  লক্ষ টাকা ফেরত চান রাজ। অথবা 87 লক্ষ টাকায় হটশটকে ঐ সার্ভারে স্থানান্তরিত করার অফার দেন রাজ । এছাড়াও তিনি বলেছিলেন যে ৮৭ লক্ষ টাকা কোম্পানির অ্যাকাউন্টে ঋণ হিসাবেও রাখতে পারে আর্মস প্রাইম। এছাড়াও, ১২ ডিসেম্বর ২০১৯ এবং ৬ জানুয়ারি 2020 তারিখের মেলগুলিতে, রাজ কুন্দ্রা এবং সৌরভ কুশওয়ার হটশট কেনা -বেচার বিষয়ে আলোচনা করেছেন। রাজ কুন্দ্রা যখন আর্মস প্রাইমে ডিরেক্টর পদে ছিলেন, তখন হটশট থেকে রাজস্ব পায় এই কোম্পানি এবং সেই টাকা কেনরিন কোম্পানির লয়েস ব্যাংকে জমা রাখেন তিনি। রাজ কুন্দ্রা ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত আর্মস প্রাইমের ডিরেক্টর ছিলেন বলে জানা যায়। 

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.