জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডের রেড কার্পেট। আর সেখানেই দেখা হয়ে গেল রণবীর কাপুর (Ranbir Kapoor), আদিত্য রয় কাপুরের (Aditya Roy Kapur)। একে অপরকে দেখতেই জড়িয়ে ধরলেন। তাঁদের লক্ষ্য করে তখন ঝলসে উঠছে ক্যামেরার ফ্ল্যাশ। পাপারাৎজির মনে পড়ে গেল 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির কথা। ২০১৩-য় মুক্তি পাওয়া সেই ছবিতে রণবীর আদিত্যর ব্রোম্যান্স দেখেছিল দর্শক। ফের একবার সেই দৃশ্যেরই যেন পুনরাবৃত্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে শুধু একে অপরকে জড়িয়ে ধরাই নয়, আদিত্য রয় কাপুরের গালে চুমুও খেয়ে বসলেন রণবীর। ভাইরাল ভায়ানির ইনস্টাগ্রামে উঠে এসেছে সেই ভিডিয়ো। ভিডিয়োতে দেখা যাচ্ছে রণবীরই প্রথম আদিত্যকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। এরপর তাঁকে জড়িয়ে ধরে কথা বলতে থাকেন, পরে তাঁকেও ক্যামেরার সামনে পোজ দেওয়ার জন্য ডেকে নেন।


আরও পড়ুন-সাড়ে ৫ কোটির ছবি, সত্যজিৎ-এর পর এবার তিতুমীর জিতু



ভাইরাল ভায়ানির ইনস্টাগ্রাম থেকে পোস্ট হওয়া এই ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন 'omg ইয়ে জওয়ানি, হ্যায় দিওয়ানি', কারোর কথায়, 'আজকের সেরা ভিডিয়ো', কারোর কথায়, রণবীর, রণভীরকে আর আলিয়া ,দীপিকাকে নকল করছেন।' প্রসঙ্গত, খুব শীঘ্রই 'ব্রহ্মাস্ত্র' এবং 'শামসেরা' ছবিতে দেখা যাবে রণবীর কাপুরকে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)