নিজস্ব প্রতিবেদন- কাপুর পরিবারে আবার করোনার থাবা। নীতু কাপুর, রণবীর কাপুরের পর এবার করোনায় আক্রান্ত রণধীর কাপুর (Randhir Kapoor)। বলিউড সূত্রে খবর, প্রবীণ অভিনেতাকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে (Kokilaben Ambani Hospital)। তবে তেমন চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন হাসপাতালের কর্ণধার চিকিৎসক সন্তোষ শেট্টি। তিনি বলেছেন, অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: করোনার হাত থেকে বাঁচুন, ১০০ জন বস্তিবাসীকে ভ্যাকসিন দেওয়ালেন ঋতাভরী


কাপুর পরিবারে তিনিই মুখ্য প্রবক্তা। পরিবারের হালহকিকৎ তিনিই নিয়ে আসেন সংবাদমাধঅযমের সামনে। এই যেমন গত মাসে ভাইপো রণবীর কাপুর করোনায় আক্রান্ত হয়েছিলেন। সংবাদমাধ্যমকে সেই খবর প্রথম জানিয়েছিলেন রণধীরই। বলেছিলেন, নিজের বাড়িতেই আইসোলেশনে আছেন রণবীর (Ranbir Kapoor)। চিকিৎসকের নির্দেশ মেনেই চলছেন অভিনেতা। এছাড়াও ছোট ভাই রাজীব কাপুরের সম্পত্তির দাবিদার হিসেবে উঠে আসে রণধীর এবং তাঁর বোন রিমা জৈনের নাম। সেই সূত্রে মুম্বই হাইকোর্ট প্রয়াত অভিনেতা রাজীব কাপুরের বিবাহ বিচ্ছেদের বৈধ সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশও দেয় পরিবারকে। এদিকে শুক্রবার ঋষি কাপুরের মৃত্যুর একবছর হবে আগামিকাল। তার আগেই কাপুর পরিবারে আবারও ধাক্কা করোনার।