র্যাপিড ফায়ারে বাজিমাত দিতিপ্রিয়ার, দেখলে তাক লেগে যাবে
পড়াশোনাও কীভাবে চালিয়ে যাচ্ছেন দিতিপ্রিয়া, তা নিয়ে অনেকেই তাজ্জব বনে যান।
রম্যানি মুখোপাধ্যায়
'রাণী রাসমণি' ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দিতিপ্রিয়া রায় সকলের মন জয় করে নিয়েছেন বহুদিন হল। অভিনয় দক্ষতা প্রমাণ করে সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এত অল্প বয়সে এমন অভিনয়, পাশাপাশি পড়াশোনাও কীভাবে চালিয়ে যাচ্ছেন দিতিপ্রিয়া, তা নিয়ে অনেকেই তাজ্জব বনে যান।
দিতিপ্রিয়ার থেকে 'রাণী রাসমণি' নামেই তাঁকে এখন বেশি লোকে চেনেন। তবে শুধু ধারাবাহিকে অভিনয় করেই খালাস নন, ঐতিহাসিক চরিত্র 'রাসমণি' সম্পর্কে রীতিমতো পড়াশোনাও করেছেন দিতিপ্রিয়া। জেনারেল নলেজে দিতিপ্রিয়া অনেকের থেকেই এগিয়ে। সেটাই প্রমাণ হলো যখন 'রাণী রাসমণি' ধারাবাহিকের শ্যুটিং সেটে হাজির হয়েছিল Zee ২৪ ঘণ্টার ক্যামেরা। আপাতত দিতিপ্রিয়া সহ রাণী রাসমণির সমস্ত কলাকুশলীরা এই মুহূর্তে আউটডোরে গিয়েছেন। সেখানেই চলছে শ্যুটিং। আর আমাদের ক্যামেরাও পৌঁছেছিল সেখানেই। ক্যামেরার সামনে Zee ২৪ ঘণ্টার করা র্যাপিড ফায়ার রাউন্ডে অংশ নিলেন দিতিপ্রিয়া। প্রত্যেকটা প্রশ্নের সঠিক জবাব দিয়ে চমকে দিলেন তিনি।
আরও পড়ুন-'রক্ত রহস্য'-তে কোয়েলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানালেন সৌকর্য ঘোষাল
দিতিপ্রিয়াকে প্রশ্ন করা হয়েছিল,
বাবু রাজচন্দ্রের পরিবারের আসল পদবী কী?
রাণী রাসমণি জন্মেছিলেন হালিশহরের কোনা গ্রামে, সেই একই গ্রামে জন্মেছিলেন আরও একজন সাধর, তাঁর নাম কী?
রাজা রামমোহল রায়ের আসল বাড়ি কোথায়?
জানবাজার রাণির বাড়ির মূল ফটক যে রাস্তার উপরে সেই রাস্তার নাম কী?
রাসমণির আরাধ্য দেবতা ছিলেন রামশীলা, সেই রামশীলা মূর্তি এখন কোথায় আছে?
শ্রী রামকৃষ্ণদেব এবং রাণি রাসমণীর যিনি যোগসূত্র ছিলেন তাঁর নাম কী?
রাণী রাসমণী একটা শিলমোহরে কোন বিশেষণ ব্যবহার করতেন?
উইলিয়াম কেরি এদেশে কোথায় ছিলেন? শ্রীরামপুরে এসে আর কী কী করেছিলেন?
আর অবাক করে এই সবকটি প্রশ্নেরই সঠিক জাব দেন দিতিপ্রিয়া। একটি প্রশ্নেরও ভুল উত্তর তো দিতিপ্রিয়া দেনইনি উপরন্তু তিনি অনেক প্রশ্নের উত্তরের ব্যাখ্যাও দিয়েছেন।
আরও পড়ুন-‘আমাকে দেখার জন্যই হলে ঢুকবে দর্শক’, শাহাজাহান রিজেন্সি নিয়ে প্রত্যয়ী স্বস্তিকা