`ক্যা হুয়া তেরা ওয়াদা`, শহরের রাস্তায় গান গেয়ে এভাবেই কাটত রানুর দিন
তাঁর গান নিয়ে চর্চা শুরু হয়েছে
নিজস্ব প্রতিবেদন: কখনও ট্রেনে ঘুরে আবার কখনও রানাঘাটে স্টেশন বসে গান গাইতেন। স্টেশনে বসে গান গাওয়ার সময়ই তা ফেসবুকে ভাইরাল হয়ে যায়। 'এক প্যার কা নাগমা'-র সূত্র ধরেই বর্তমানে তাঁর নামের আগে জুড়ে দেওয়া হয়েছে 'ইন্টারনেট সেনসেশন' শব্দটি। সেই রানু মণ্ডলের আরও একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়।
আরও পড়ুন : অন্তঃসত্ত্বা? খবর লুকিয়ে রাখছেন কেন দীপিকা! প্রশ্নে তোলপাড় সোশ্যাল মিডিয়া
যেখানে কলকাতার রাস্তায় গান গাইতে দেখা যায় রানু মণ্ডলকে। যেখানে 'ক্যা হুয়া তেরা ওয়াদা' গাইতে শোনা যায় রানুকে। 'ইন্টারনেট সেনসেশনের' ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন : সামনে ঘুরছে সিংহ, জেবরা, আফ্রিকার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন আলিয়া, ভাইরাল ভিডিয়ো
রানাঘাট স্টেশনে বসে রানু মণ্ডলের ওই গান ভাইরাল হওয়ার পর হিমেশ রেশমিয়ার ছবি 'হ্যাপি হার্ডি অ্যান্ড হির'-এ তাঁকে দিয়ে প্লে ব্যাক করানো হয়। হিমেশ রেশমিয়ার ওই সিনেমায় 'তেরি মেরি কাহানি' থেকে শুরু করে, 'আদত' কিংবা 'আশিকি মে তেরি'-তে প্লে ব্যাক করেন রানু মণ্ডল। সম্প্রতি ওই সিনেমার মিউজিক লঞ্চেও হিমেশ রেশমিয়ার সঙ্গে হাজির হন রানু মণ্ডল। যেখানে রানুর পথ চলা নিয়ে প্রশ্ন করতেই চোখে জল এসে যায় হিমেশের।