নিজস্ব প্রতিবেদন : মাদক মামলায় দীপিকা পাড়ুকোনের নাম সামনে আসার পর থেকেই গোটা বলিউড জুড়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে দীপিকার মাদক চ্যাট প্রকাশ্যে আসে সোমবার, এরপর বুধবার বিকেলের মধ্যে সমন পাঠানো হয় অভিনেত্রীকে। মাদক মামলায় দীপিকাকে সমন পাঠানোর পরই রণবীর সিংকে নিয়ে ট্রোল শুরু করেন নেট জনতার একাংশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : মাদক মামলায় রিয়ার স্বীকারোক্তি, দীপিকার পর নামি প্রযোজককে সমন পাঠানোর প্রস্তুতি!


দীপিকাকে এনসিবি গ্রেফতার করলে রণবীরের কী হবে বলে প্রশ্ন করেন অনেকে। কেউ আবার বলতে শুরু করেন, দীপিকা যদি মাদক সেবন করেন, তাহলে রণবীর কি বাদ যান! কেউ আবার রণবীর আজব পোশাকের ছবি দিয়ে বিভিন্ন মিম তৈরি করতে শুরু করেন। সবকিছু মিলিয়ে মাদক যোগে দীপিকা পাড়ুকোনকে এনসিবি সমন পাঠানোর পরই রণবীর সিংকে কড়া আক্রমণের মুখে পড়তে হয়।


আরও পড়ুন : মাদক মামলা : দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুরকে সমন পাঠাল NCB







এদিকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে দীপিকাকে সমন পাঠানোর পরই ১২ জনের লিগাল টিমের সঙ্গে জোরদার আলোচনা শুরু হয় দীপিকা পাড়ুকোনের। গোয়ার হোটেলে বসেই ৩ জন বর্ষীয়ান আইনজীবী-সহ ১২ জনের লিগাল টিমের সঙ্গে আলোচনা শুরু করেন অভিনেত্রী। ১২ জনের লিগাল টিমের সঙ্গে দীপিকার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আলোচনায় যোগ দেন রণবীর সিংও।


জানা যাচ্ছে, এনসিবির সমন পাওয়ার পর বুধবার রাতে চাটার্ড বিমানে করে গোয়া থেকে মুম্বইতে ফিরবেন দীপিকা পাড়ুকোন।