নিজস্ব প্রতিবেদন: মাদক-যোগে রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছে এনসিবি। রবিবার ও সোমবার জেরার পর মঙ্গলবার ডেকে পাঠানো হয় রিয়াকে (Rhea Chakraborty)। মঙ্গলবার দুপুরে তাঁকে গ্রেফতার করা হয়। এদিন এনসিবি দফতরে আসার সময় আলোচিত হল রিয়ার কালো টি-শার্ট। তাঁর টি-শার্টে লেখা, এসো ধ্বংস করি পিতৃতন্ত্রকে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) একটি কালো টি-শার্ট পরে আসেন এনসিবি দফতরে। তাতে ইংরেজিতে লেখা,'Roses are red, violets are blue, let's smash the patriarchy, me and you।'  বাংলা তর্জমা করলে দাঁড়ায়- গোলাপ লাল, বেগুনি নীল, এসো আমি আর তুমি ধ্বংস করি পিতৃতন্ত্রকে।'   



রবিবার এনসিবি দফতরে রিয়া হাজিরা দেওয়ার সময় তাঁকে ঘিরে ধরেছিল সংবাদমাধ্যমের একাংশের। অনেকেই বলছেন, ওইদিন রিয়া কার্যত হেনস্থার শিকার হন। সুশান্তের মৃত্যুপ পর যেভাবে রিয়াকে টার্গেট করা হচ্ছে, তাতে পিতৃতান্ত্রিক মানসিকতার প্রতিফলন ঘটেছে বলেও মত অনেকের। তাঁদের যুক্তি, ভারতীয় সমাজের দৃষ্টিভঙ্গিতে পুরুষের সঙ্গে কোনও দুর্ঘটনা ঘটলে কাঠগড়ায় তোলা হয় স্ত্রী বা বান্ধবীকে। সুশান্ত মৃত্যুর ঘটনাতেও সেটাই হয়েছে। ছেলের মৃত্যুতে রিয়াকে দোষারোপ করছে সুশান্তের পরিবার।         


এদিন রিয়াকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় আদালত। রিয়াকে হেফাজতে চাওয়া হবে না বলে আগেই স্পষ্ট করেছিল এনসিবি (Narcotics Control Bureau)। সংস্থার আধিকারিক অশোক জৈন বলেন,''রিয়ার বিরুদ্ধে প্রমাণ রয়েছে আমাদের হাতে। সে জন্যই গ্রেফতার করেছি। তবে হেফাজতে নেওয়ার দরকার নেই।  তাঁকে জেরা করে আমরা সন্তুষ্ট। আর রিয়ার জবাবে মিলিয়ে দেখার জন্য ইতিমধ্যেই তো কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে।''   


আরও পড়ুন- মাদকচক্রে বলিউডের ২০-২৫ জন তারকা, NCB-কে ধরে ধরে নাম ফাঁস করলেন রিয়া