নিজস্ব প্রতিবেদন: ভারতীয় চলচ্চিত্র দুনিয়ায় প্রথম মহিলা সুপারস্টার ছিলেন শ্রীদেবী। তাঁর অভিনয় দক্ষতা, নাচ বারবারই মুগ্ধ করেছে দর্শকদের। তাঁর মতো নাচ খুব কম অভিনেত্রীই করতে পারতেন। সেসময় ভালো ডান্সার হিসাবে খ্যাত মাধুরী, জয়াপ্রদা সহ অনেককেই টেক্কা দিয়েছেন শ্রীদেবী। কোরিওগ্রাফার সরোজ খান নিজেই বলেছেন শ্রীদেবীর পক্ষে কোনও ডান্স স্টেপই কঠিন ছিল না। যেটাই তাঁকে দেখানো হতো সেটাই সহজেই শিখে নিতেই শ্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'হিম্মতওয়ালা'র  'নয়নো মে সপনা', থেকে 'মিস্টার ইন্ডিয়া'র 'কাটে নেহি কাটতে', 'চাঁদনি'র 'মেরে হাতো মে ন-ন চুড়িয়' সব গানের সঙ্গে শ্রীদেবী নাচ দর্শকদের মুগ্ধ করেছে। অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ২৪ঘণ্টার তরফে ফিরে দেখা সেই সব গানের সঙ্গে শ্রীদেবীর নাচকেই।


১) হাওয়া হাওয়াই (মিস্টার ইন্ডিয়া-১৯৮৭)



২) মেরে হাতো মে ন-ন চুড়িয়া (চাঁদনি- ১৯৮৯)



৩) ম্যায় তেরি দুশমন (নাগিনা-১৯৮৬)



৪)  মৌরনি বাগা মা ( লমহে- ১৯৯১)



৫) কাটে নেহি কাটতে ( মিস্টার ইন্ডিয়া-১৯৮৭)


৬) নয়নো মে সপনা (হিম্মতওয়ালা-১৯৮৩)


৭) হার কিসিকো নেহি মিলতা (চালবাজ- ১৯৮৬)



৮) কভি ম্যায় ক্যাহু (লমহে- ১৯৯১)



৯) না জানে কাঁহা সে আয়ি হ্যায় ( চালবাজ-১৯৮৯)



১০)নভরাহি মাঝি (ইংলিশ ভিংলিশ-২০১২)



আরও পড়ুন- শোকে পাথর শ্রীদেবীর গ্রাম, বাড়ির সামনেই অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা


আরও পড়ুন- কফিনে করে শেষবার বাড়ি ফিরছেন শ্রীদেবী!


আরও পড়ুন- একটু বেশিই ভালোবাসেন, রণবীরের প্রাণ বাঁচাতে এটাই করলেন দিপ্পি