কফিনে করে শেষবার বাড়ি ফিরছেন শ্রীদেবী!

সম্ভবত মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে অনিল আম্বানির বিশেষ চার্টাড বিমান। সেখান থেকেই লোখন্ডওয়ালাতে নিজের বাড়িতে শেষবার নিয়ে আসা হবে মিস 'হাওয়া হাওয়াই'কে। 

Updated By: Feb 27, 2018, 05:16 PM IST
কফিনে করে শেষবার বাড়ি ফিরছেন শ্রীদেবী!
ছবি- খালিজ টাইমস

নিজস্ব প্রতিবেদন: অবশেষে কাটল জট। ময়নাতদন্ত, পুলিসি ছানবিন, টানা জিজ্ঞাসাবাদের পর দুবাই পুলিস জানিয়ে দিল, 'শ্রীদেবী কেস ক্লোজড'। আর সমস্ত সরকারি কাজ মিটতেই শ্রীদেবীর নিথর দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতে। আরব আমিরশাহির খালিজ টাইমস প্রকাশিত খবর অনুযায়ী দুবাইয়ের মর্গ থেকে শ্রীদেবীর দেহ হস্তান্তর করা হয়েছে তাঁর ভাগ্নেকে। সেখান থেকে শ্রীদেবীর দেহ নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনাও হয়েছে কাপুর পরিবার। সূত্রের খবর, এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ ছাড়পাত্র দিলেই নায়িকার মৃতদেহ নিয়ে আম্বানিদের বিশেষ উড়বে ভারতের উদ্দেশে। 

আরও পড়ুন- শ্রীদেবীর মৃত্যুর পর থেকে কেঁদেই চলেছেন বনি কাপুর

সম্ভবত মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে অনিল আম্বানির বিশেষ চার্টাড বিমান। সেখান থেকেই লোখন্ডওয়ালাতে নিজের বাড়িতে শেষবার নিয়ে আসা হবে মিস 'হাওয়া হাওয়াই'কে। 

ছবি- খালিজ টাইমস 

ছবি- খালিজ টাইমস 

.