নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ চিকিৎসায় অবশেষে তিনি ক্যান্সার মুক্ত। ক্যান্সারের সঙ্গে লড়াই তিনি জয় করে ফেলেছেন। অবশেষে নিজের অসুস্থতা নিয়ে কথা বললেন ঋষি কাপুর। কিছুদিন আগে কিংবদন্তি অভিনেতার ক্যান্সার মুক্তির কথা জানিয়েছিলেন পরিচালক রাহুল রাওয়েল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি, ডেকান ক্রনিক্যালকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যান্সার মুক্তির বিষয়ে কথা বলেছেন ঋষি কাপুর। তিনি জানান, ''গত টানা ৮ মাস আমেরিকাতে আমার চিকিৎসা চলেছে। তবে ঈশ্বর করুণাময়। আমি আমার জীবনযুদ্ধে ফিরতে পেরেছি। যার অর্থ হল আমি এখন ক্যান্সার মুক্ত। তবে এখনও আমার অস্থিমজ্জা প্রতিস্থাপন (বোনম্যারো ট্রান্সপ্লান্ট) হওয়া বাকি আছে। সমস্তকিছু শেষ হতে এখনও আরো দু'মাস সময় লাগবে। তবে ক্যান্সার মুক্ত হয়ে নতুন করে জীবনে ফেরা মোটেও সহজ বিষয় নয়। তবে এর কৃতিত্ব সম্পূর্ণই আমার পরিবার ও ভক্তদের। যাঁরা প্রতি মুহূর্তে আমার পাশে থেকেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই।'' 


আরও পড়ুন-স্কাইডাইভিংয়ের নেশায় বুঁদ, মার্কিন মুলুকে গিয়ে পাহাড় থেকে ঝাঁপ দিলেন গায়িকা মোনালি, দেখুন কী ঘটল...


স্ত্রী নীতু সিং কাপুর ও দুই সন্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেতা জানান, '' আমার এই অসুস্থতায় নীতু আমার পাশে পর্বতের মতো রক্ষা কবজ হয়ে ছিল, তা না হলে, আমার পক্ষে ক্যান্সার মোকাবিলা করা মোটেও সহজ হতো না। নীতু প্রতি মুহূর্তে আমার খাবার ও পানীয় নিয়ে সচেতন। আমার দুই সন্তন রণবীর ও ঋদ্ধিমা সবসময় আমার পাশে ছিল। ''




ঋষি কাপুরের কথায়, '' আমার মতো এক অধৈর্য মানুষের পক্ষে এই লড়াই সব সময় কঠিন। তবে ঈশ্বর আমায় ধৈর্য ধরতে শিখিয়েছে। আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছি। তবে আমি নতুন জীবন ফিরে পেয়ে ধন্য। ''


প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর চিকিৎসার জন্য আমেরিকা উড়ে যান ঋষি কাপুর। টুইট করে ভক্তদের জানিয়েছিলেন, চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন, চিন্তার কোনও কারণ নেই শীঘ্রই দেশে ফিরবেন। এমনকি মা কৃষ্ণরাজ কাপুরের মৃত্যুর খবর পেয়েও দেশে ফিরতে পারেননি তিনি। তবে অভিনেতার ঠিক কী হয়েছে, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছিল কাপুর পরিবার। তবে নববর্ষের জন্য নীতু কাপুর তাঁর টুইটে লেখেন, প্রার্থনা করি নতুন বছরে ক্যান্সার যেন শুধু রাশিচক্রেই সীমাবদ্ধ থাকে। আর তাঁর টুইট থেকে ঋষি কাপুরের ক্যান্সার হওয়ার জল্পনা ছড়িয়ে পড়ে। তবে এবিষয়টি বারবার এড়িয়ে গিয়েছিল কাপুর পরিবারের সমস্ত সদস্যরা। 


আরও পড়ুন-বিন্যাস শিল্পে বাঙালিকে নতুন ধারার সন্ধান দিয়েছিলেন সত্যজিৎ রায়, দেখুন অজানা সত্যজিৎকে