নিজস্ব প্রতিবেদন : এর আগে 'আহারে' ছবিতে পরিচালক রঞ্জন ঘোষের সঙ্গে কাজ করেছেন। সাফল্যও এসেছে। ফের একবার পরিচালক রঞ্জন ঘোষের সঙ্গে জুটি বাঁধছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবির নাম 'মহিষাসুরমর্দিনী'। যে ছবি নারীর ক্ষমতায়নের পক্ষে কথা বলবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রঞ্জন ঘোষের এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও দেখা যাবে শাশ্বত এবং পরমব্রত চট্টোপাধ্যায়-কে। জানা যাচ্ছে, 'মহিষাসুরমর্দিনী'র গল্প এগোহে ঋতুপর্ণা সেনগুপ্তর চরিত্রকে ঘিরেই। ছবিতে রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। যে নেতার সঙ্গে ঋতুপর্ণার একসময়ের সম্পর্ক ছিল বলে দেখানো হবে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পরমব্রতও। ইতিমধ্যেই হুগলির চুঁচুড়াতে শুরু হয়েছে 'মহিষাসুরমর্দিনী'র শ্যুটিং। মুম্বই থেকে ওয়েব সিরিজের কাজ শেষে সেখানে যোগ দিয়েছেন পরমব্রত। যোগ দিয়েছেন ঋতুপর্ণা এবং শাশ্বতও। এবিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'মহিষাসুরমর্দিনী নারী ক্ষমতায়ন নিয়ে তৈরি একটি ছবি। আমি, শাশ্বতদা আর পরম একসঙ্গে কাজ করছি। এটা এক রাতের গল্প। ছবিতে প্রতিটি চরিত্রের মধ্যে সমাজের প্রতিফলন রয়েছে। পরিচালকের কথায় মেয়েদের উপর চারিদেকে যে অত্যাচার চলছে, আমরা তার জন্য ক্ষমাপ্রার্থী। প্রতিটি চরিত্রকে দিয়ে নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে কথা বলানো হবে। দু-তিন হল ছবির শ্যুটিং শুরু হয়েছে।''


আরও পড়ুন-Darjeeling-এ হিন্দি ছবি Salt-র শ্যুটিংয়ে Rituparna Sengupta



আরও পড়ুন-Rudranil-র মাফিয়ারাজ মন্তব্য, সমালোচনায় সিংহভাগ টলি ব্যক্তিত্ব


অন্যদিকে  'মহিষাসুরমর্দিনী' ছাড়াও আরও দুটি ছবি 'সল্ট' এবং 'অন্তর্দৃষ্টি'-র কাজও করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। উত্তরাখণ্ডে 'অন্তর্দৃষ্টি' শ্যুটিংয়ের গিয়েছিলেন অভিনেত্রী। উত্তরাখণ্ডের যে এলাকায় তুষারধস হয়েছে, ঘটনার সময়ও ঋতুপর্ণা সেখানেই ছিলেন। এবিষয়ে তাঁকে জিজ্ঞাসা করতেই কিছুটা মন খারাপ হয়ে যায় অভিনেত্রীর। ঋতুপর্ণা বলেন, ''ভীষণই খারাপ লাগছে। ঘটনাটা হৃষিকেশে হয়েছে, আমি একটু দূরে দেরাদুনে শ্যুটিং করছিলাম। তবে তার কিছুদিন আগেই হৃষিকেশেও গিয়েছিলাম। এখনও তো উদ্ধার কাজ চলছে।'' 


'মহিষাসুরমর্দিনী' ছবিতে ঋতুপর্ণা, শাশ্বত, পরমব্রত ছাড়াও দেখা যাবে আরও অনেক অভিনেতাকে। রয়েছেন সাহেব ভট্টাচার্য, কৌশিক কর, পৌলমী দাস, শ্রীতমা দে, শুভ্রশঙ্খ দাস, অভ্যুদয় দে, অরুণিমা হালদার, আরিয়ুন ঘোষকে।