Paresh Rawal | Ritwick Chakraborty: ‘গাধার ডাকে কি তানসেনের অপমান হয়!’ পরেশের মুখে ঝামা ঘষলেন ঋত্বিক
Paresh Rawal | Ritwick Chakraborty: বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় এক হাতের পুতুল নিয়ে হাজির হন অভিনেতা। সে যা তা পুতুল নয়, সে বেশ সমাজ নিয়ে চিন্তিত কথা বলা পুতুল। মাঝে মাঝেই সমাজমাধ্যমে হাজির হয় সে, সঙ্গে অবশ্যই ঋত্বিক চক্রবর্তী। অভিনেতাকে তিনি বড়দা বলেই ডাকেন। সেই বড়দাকেই এবার তিনি বলেন পার্শ্বে বাওয়ালের কথা।
Paresh Rawal, Ritwick Chakraborty, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাঙালির পরিচয় দিতে কেউ তুলে ধরেন শিল্প সংস্কৃতি শিক্ষার কথা কেউ আবার বলেন বাঙালিদের খাদ্যরসিকতার কথা আর খাবারের কথা বলতেই বাঙালিকে বলা হয়, ‘মাছে-ভাতে বাঙালি’। সম্প্রতি বাঙালির মাছ খাওয়া নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন অভিনেতা পরেশ রাওয়াল। বিজেপির তরফ থেকে গুজরাটে নির্বাচনের প্রচারে গিয়েই মন্তব্য করেন পরেশ। তার এই মন্তব্যের বিরোধিতা করতে দেখা গেছে রাতনৈতিক নেতা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষদেরও। এবার এই প্রসঙ্গে বিশেষ টিপ্পনী অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর হাতের পুতুলের। ভাবছেব ব্যাপারটা কীরকম?
বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় এক হাতের পুতুল নিয়ে হাজির হন অভিনেতা। সে যা তা পুতুল নয়, সে বেশ সমাজ নিয়ে চিন্তিত কথা বলা পুতুল। মাঝে মাঝেই সমাজমাধ্যমে হাজির হয় সে, সঙ্গে অবশ্যই ঋত্বিক চক্রবর্তী। অভিনেতাকে তিনি বড়দা বলেই ডাকেন। সেই বড়দাকেই এবার তিনি বলেন পার্শ্বে বাওয়ালের কথা। না কোনও মাছ নয়, পরশ রাওয়ালকেই সে বলছে পার্শ্বে বাওয়াল। তিনি ঋত্বিকের কাছে জানতে চান, ‘সে নাকি বাঙালিদের মাছ নিয়ে অপমান করেছে।’ অভিনেতা উত্তরে সরাসরিই বলেন, জাতিবিদ্বেষী রাজনৈতিক মত ওঁর। এরপরই পুতুলের মন্তব্য, ‘গাধার ডাকে কি তানসেন অপমানিত হয়!’ এরপর পরেশকে নিয়ে বেশ কিছু মন্তব্য করতে থাকে পুতুল। যা শুনে পুতুলের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।