``তুমি একা ভাত খাবে? ওরা কেউ খাবে না?`` আমফান বিধ্বস্ত মানুষের জন্য কবিতা লিখলেন রুদ্রনীল
আমফান বিধ্বস্ত মানুষের কথা এভাবেই নিজের কবিতার মধ্যে দিয়ে তুলে ধরলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।
নিজস্ব প্রতিবেদন : ''তুমি একা ভাত খাবে? ওরা কেউ খাবে না?/ নিরাপদে তুমি শোবে? ওরা কেউ শোবে না? বাংলা শেখেনি, একা একা বাঁচতে/ দুর্গাপুজোর ঢাকে একা একা নাচতে। আল্লা, যীশুর চোখও আজ বড় ছলছল/ এত বড় দুর্যোগে তুমি ভালো আছো বল?...'' এবার আমফান বিধ্বস্ত মানুষের কথা এভাবেই নিজের কবিতার মধ্যে দিয়ে তুলে ধরলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।
আমফান বিধ্বস্ত অসহায় মানুষজনকে নিয়ে লেখা কবিতা বৃহস্পতিবারই, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। বাংলার বহু প্রত্যন্ত অঞ্চলে আমফানের তাণ্ডবে সর্বস্ব হারিয়েছেন বহু মানুষ। আজ তাঁরা বড়ই অসহায়। নিজের এই কবিতার মাধ্যমে সেই সব মানুষগুলির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রুদ্রনীল। লিখেছেন, ''জানি তুমি ভালো নেই কেউ ভালো নেই বলে, তুমি হাত বাড়ালেই দুর্যোগ যাবে চলে/ তোমারই অপেক্ষায়, কোটি কোটি অসহায়/ তুমি জেগে উঠলেই কালো মেঘ কেটে যায়। একটু খাবার চাই, সামান্য অর্থ, একটু এগিয়ে এসো, যতটা সামর্থ্য''...
আরও পড়ুন-''করোনা দিয়ে শুরু,আম্ফানে প্রায় শেষ'', দুর্গতদের পাশে দাঁড়ালেন রুদ্রনীল ঘোষ
রুদ্রনীলের লেখা এই কবিতার প্রশংসা করেছেন বহু নেটিজেন।
প্রসঙ্গত,অভিনেতা রুদ্রনীল ঘোষ নিজেও আমফান বিধ্বস্ত অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য় বিশেষ উদ্যোগ নিয়েছেন। টালিগঞ্জ, গলফগ্রিন সহ বহু এলাকায় আমফানে ক্ষতিগ্রস্ত গরিব মানুষের কাছে খাবার তুলে দিয়েছেন।
আরও পড়ুন-''টেনশন নিয়ে আমি রোজ মরি-বাঁচি'' তবুও মুখে ''ভালো আছি'', মধ্যবিত্তের কথা বললেন রুদ্রনীল