করোনা কেড়ে নিয়েছে বাংলার বহু মানুষের রুজিরুটি। তার উপর আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বহু মানুষ। এমন অনেকেই রয়েছেন, যাঁদের এই সময় দুবেলার অন্ন সংস্থানও হচ্ছে না। এমনই বেশকিছু দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।
2/12
রুদ্রনীল ঘোষের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যাচ্ছে, টালিগঞ্জ ও গলফগ্রিন এলাকার প্রায় ২ হাজার দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।
photos
TRENDING NOW
3/12
এমন অনেক দৈনিক রোজগেরে শ্রমিক শ্রেণির মানুষ রয়েছেন, যাঁরা তাঁদের পরিবার ও সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছেন না। তাঁদের পাশে দাঁড়িয়েছেন রুদ্রনীল।
4/12
তাঁর এই উদ্যোগে অন্যান্যদেরও সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।
5/12
তবে শুধু রুদ্রনীল ঘোষ নন, এই উদ্যোগে সামিল হয়েছেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।
6/12
দুর্গতদের হাতে আলু, মুড়ি, ডিম, দুধ সহ বিভিন্ন কিছু তুলে দিতে দেখা যায় রুদ্রনীল ঘোষকে।
7/12
অভিনেতার উদ্যোগে বহু মানুষদের জন্য পৌঁছে যায় রান্না করা খাবার।
8/12
প্রসঙ্গত, বুধবার আমফানের তাণ্ডবে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কলকাতারও বহু মানুষ।
9/12
কারোর বাড়ি ভেঙেছে, কারোর ভেঙেছে বাড়ির চাল। ফুটপাথে কোনওরকমে থাকার জন্য বানিয়ে নেওয়া বাসস্থানটিও হারিয়েছেন অনেক মানুষ।
10/12
এভাবেই প্যাকিং করে পৌঁছে দেওয়া হচ্ছে রান্না করা খাবার।
11/12
শিশুদের জন্য তুলে দেওয়া হয়েছে দুধের প্যাকেট।
12/12
প্রায় ২ হাজার মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রুদ্রনীল ঘোষ।