Rwitobroto Mukherjee, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : ফের একবার পর্দায় আসতে চলেছেন বাঙালির প্রিয় 'ফেলুদা' প্রদোষ চন্দ্র মিত্র।। তবে এবার একটু অন্য মোড়কে। এবার বর্তমান সময়ের ছাঁচে ফেলা নতুন ফেলুদাকে দেখবে বাংলার দর্শক। সৌজন্যে পরিচালক অরিন্দম শীল। OTT প্ল্যাটফর্ম Zee5-এ আসতে চলেছে নতুন ফেলুদা সিরিজ। প্রথম সিজনের গল্প সত্যজিৎ রায়ের লেখা 'গ্যাংটকে গণ্ডগোল'। আর এই সিরিজে ফেলুদা হয়ে ফিরছেন পুরনো 'তোপসে' পরমব্রত চট্টোপাধ্যায়। হ্যাঁ, 'তোপসে'র খোলস ছেড়ে এবার তিনি 'ফেলুদা' সাজছেন। আর তাঁর সহযোগী 'তোপসে' হচ্ছেন ঋতব্রত মুখোপাধ্যায়। জোকার একটি স্টুডিওতে জোর কদমে চলছে 'গ্যাংটকে গণ্ডোগোল'-র শ্যুটিং। ফ্লোর থেকেই ফোনে নতুন ফেলুদা সিরিজ নিয়ে কথা বললেন 'তোপসে' ঋতব্রত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঋতব্রত বলেন, 'এই সিরিজটা যে হবে, এটা নিয়ে বহুদিন ধরেই কথা হচ্ছিল। সেই লকডাউনের সময় অরিন্দমকাকু (অরিন্দম শীল) আমায় ফোন করে বলেছিলেন। শেষপর্যন্ত শ্যুটিং শুরু হয়েছে। এর আগেও আমার কাছে তোপসে হওয়ার প্রস্তাব এসেছে। কিন্তু বিভিন্ন কারণে আমি তা করতে পারিনি। এমনকি পরমদার (পরমব্রত চট্টোপাধ্যায়) পরিচালনাতেও যখন ফেলুদা হয়েছিল, তখনও আমাকে তোপসে করার কথা বলা হয়েছিল, কিন্তু পরীক্ষা থাকায় করতে পারিনি। তবে এবার করছি। আমার ব্যাক্তিগতভাবে ফেলুদা হিসাবে পরমদাকে একেবারেই পারফেক্ট মনে হয়। কারণ, যে প্রদোষ চন্দ্র মিত্রর কথা আমরা পড়েছি, ওঁর বুদ্ধিদীপ্ত সেই কাজকর্মের কথা জেনেছি, সেই সবগুলিই পরমদার সঙ্গে যায় বলে মনে হয়।'


আরও পড়ুন-আমিরের প্রযোজনা সংস্থার ট্যুইটার অ্যাকাউন্ড কি হ্যাকড? ক্ষমা চাওয়ার ভিডিয়ো ভাইরাল



আরও পড়ুন-ব্যাডমিন্টনে ব্যস্ত করিনা, মায়ের জন্য মুলো আনতে ক্ষেতে তৈমুর


এর আগে পরমব্রত তোপসে করেছেন, তাঁর সামনেই তুমি তোপসে হয়ে কাজ করছো, কোনওভাবে কি তুলনা আসবে বলে মনে হয়? এই প্রশ্নে ঋতব্রত বলেন, 'এটা বরং আমার সুবিধাই হচ্ছে। যেহেতু তোপসে করেছেন, সেই চরিত্রের অনেকগুলি বিষয় আমি পরমদার কাছ থেকেই জেনেছি। সন্দীপ রায় যখন তোপসেকে তুলে ধরেছিলেন, তখন সেটা ভীষণ জনপ্রিয় হয়েছিল। তবে সেটা ছিল ২০০৪-এর প্রেক্ষাপট। আর এখন এটাকে যে এখনকার সময়ে ফেলা হচ্ছে, তাতে আমার সুবিধাই হয়েছে। এমন লোকের সঙ্গে কাজ করাটা খুব সুবিধাজনক যিনি ফেলুদাও করেছেন, তোপসেও করেছেন। তাই এক্ষেত্রে পরমদার গাইডেন্সটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আজও শট দিতে গিয়ে পরমদা আমায় একটি বিষয় বলে দিলেন।'


ঋতব্রত আরও জানান, 'এই সিরিজের গল্প একেবারে সত্যজিৎ রায় যেমনটা লিখে গিয়েছিলেন তেমনটাই রাখা হয়েছে। শুধু প্রেক্ষাপটে বদল হয়েছে। ২০১৭ সালের প্রেক্ষাপটে এগোবে গ্যংটকে গণ্ডোগোল-এর গল্প। সেজন্য যতটুকু বদলানো প্রয়োজন, সেটুকুই বদলাচ্ছে। এই গল্পটা ফেলুদার শুরুর দিকে গল্প। এই গল্পে শুধুই ফেলুদা আর তোপসেই আছে। এখানে লালমোহন বাবুও এখানে নেই, উনি পরের সোনার কেল্লা গল্পে ঢুকবেন। এখানে তোপসে করার আরও একটি কারণ হল ২০১৭ প্রেক্ষাপটে গল্প এগোনোয় এখানে তোপসে অনেক বেশি অ্যাক্টিভ। বাঙালিদের হয়ত একটা গোঁড়ামি আছে যে কিছু পুরনো ক্লাসিক গল্পের চরিত্রগুলি নতুন ছাঁচে অনেকে ভাঙতে চান না। তবে সাহিত্য যখন পর্দায় আসে, সেখানে কিছুটা স্বাধীনতা নেওয়াই যায়। যেমন শার্লক হোমস-কেও ২০১০-এর প্রেক্ষাপটে ফেলে পর্দায় আনা হয়েছে। সেই জায়গা থেকে এই ফেলুদার গল্পটা আমার মনে হয় বেশ ইন্টারেস্টিং হবে।'


ঋতব্রত জানান, আপাতত কলকাতাতেই শ্যুটিং হচ্ছে। এরপরে গ্যাংটকে শ্যুট হবে। প্রসঙ্গত, এই ফেলুদা সিরিজে পুলিস অফিসারের ভূমিকায় দেখা যাবে সৌরসেনী  মৈত্রকে। ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে শশধর বোসের চরিত্রে। রুদ্রনীল ঘোষকে দেখা যাবে নিশিকান্ত সরকারের ভূমিকায়।


   (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)