নিজস্ব প্রতিবেদন: ​'বাংলার মেয়েরা স্কুটি চালাতে পারে' বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ই-স্কুটি চালানোকে কাটাক্ষ করেন পায়েল সরকার (Payel Sarkar)। পায়েলের ওই টুইটের কয়েক ঘণ্টার মধ্যেই এবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির স্কুটি চালানোর ছবি শেয়ার করে বিজেপিকে (BJP) পালটা বিঁধলেন সায়নী ঘোষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি টুইট করেন সায়নী (Saayoni Ghosh)। যেখানে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ( Smriti Irani) স্কুটি চালানোর ছবি শেয়ার করে কটাক্ষ করেন অভিনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্মৃতি ইরানির ছবি পাশাপাশি দিয়ে সায়নী বলেন, আপনার সবচেয়ে বড় 'সমালোচক' যখন আপনাকেই 'নকল' করেন। 'বাংলাই পথ দেখায়' বলেও মন্তব্য করতে দেখা যায় সায়নীকে।


আরও পড়ুন : 'বাংলার মেয়েরা স্কুটি চালাতে পারে', মুখ্যমন্ত্রীকে খোঁচা Payel Sarkar এর


পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার ই-স্কুটিতে চেপে অভিনব প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা বন্দ্যাোপাধ্যায়ের ই-স্কুটি চালানো দেখেই স্মৃতি ইরানি তাঁকে নকল করেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে প্রচারে এসে তৃণমূল কংগ্রেস নেত্রীর প্রচারের ধরনকে কেন্দ্রীয় মন্ত্রী নকল করছেন বলে কটাক্ষ করেন সায়নী। 


আরও পড়ুন : বিদেশি গানের সঙ্গে Koel-র জুম্বা, ভাইরাল ভিডিয়ো


দেখুন...


 



সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগ দেন সায়নী ঘোষ। ডানলপের সাহাগঞ্জে মমতা বন্দ্যোপধ্যায়ের জনসভাতেই তৃণমূল যোগ দেন সায়নী। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। অতীতে 'বামপন্থী মনোভাবাপন্ন' (CPIM) সায়নী কীভাবে একশো আশি ডিগ্রি ঘুরে জোড়াফুল শিবিরে যোগ দিলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।  সায়নীর তৃণমূলে (TMC) যোগ দেওয়ার পরপরই বিজেপিতে যোগ দেন অভিনেত্রী পায়েল সরকার।