নিজস্ব প্রতিবেদন : ফের আইনি জটিলতায় ফেঁসে গেলেন সইফ আলি খান (Saif Ali Khan)। রাবণ 'দয়ালু' ছিলেন। আদিপুরুষের চরিত্রের প্রেক্ষিতে রাবণ সম্পর্কে এ হেন মন্তব্য করায় এবার মামলা দায়ের করা হল সইফ আলি খানের বিরুদ্ধে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তরপ্রদেশের এক আইনজীবী এবার সইফ আলি খানের বিরুদ্ধে দায়ের করলেন মামলা। সইফের পাশাপাশি আদিপুরুষের পরিচালক ওম রাউতের বিরুদ্ধেও দায়ের করা হয় মামলা। হিন্দুদের (Hindu) ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগেই সইফ আলি খান এবং ওম রাউতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে খবর।


আরও পড়ুন  : এভাবেই নিঃশব্দে কৃষক আন্দোলনের পাশে দাঁড়ালেন সলমন খান! দেখুন


সম্প্রতি আদিপুরুষেভারতীয় বায়ুসেনার পোশাক পরে অপমানজনক শব্দ ব্যবহার করতে চাননি, ক্ষমা চাইলেন অনিল কাপুর


আদিপুরুষ নিয়ে সইফ ক্ষমা চেয়ে নেওয়ার পরও বিতর্ক থামছে না। যার জেরেই এবার ছোটে নবাবের বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। প্রসঙ্গ, আদিপুরুষে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। সম্প্রতি সইফ যখন করিনাকে নিয়ে রাস্তায় বের হন, তাঁর হাতের ট্যাটু নজর কাড়ে পাপারাৎজির। আদিপুরুষের জন্যই সইফের নতুন রূপ বলেই মনে করা হচ্ছে।