জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সলমান খান প্রোডাকশনের(SKF) ছবির জন্য নাকি খোঁজা হচ্ছে নয়া তারকা। কথাটা কানে পৌঁছায় খোদ সুপারস্টারের। তড়িঘড়ি পদক্ষেপ করলেন সলমান খান(Salman Khan)। জারি করলেন অফিসিয়াল স্টেটমেন্ট। রীতিমতো বিজ্ঞাপন দিয়ে খোঁজ চলছিল নতুন অভিনেতা-অভিনেত্রীর। এমনকী সেই বিজ্ঞাপনে বলা হয়, খোদ সলমন খানই নাকি বেছে নেবেন আগামীর এই তারকাকে। এই মর্মে অভিনেতার প্রযোজনা সংস্থা সলমন খান ফিল্মস্-এর নাম করে একটি নকল নোটিস ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল পেজে। উঠতি তারকারা ভিড় জমায়। শুরু হয় ফোনের পালা। বিরক্ত হয়েই পদক্ষেপ করেন সলমান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Raj-Subhashree: বেবিমুনে রাজ-শুভশ্রী, ট্যুরের মাঝেই নয়া ঘোষণা তারকা দম্পতির


সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে সলমান ও তাঁর প্রযোজনা সংস্থার তরফ লেখা হয়, ‘সকলের জ্ঞাতার্থে জানানো হচ্ছে যে, সলমন খান কিংবা তাঁর প্রযোজনা সংস্থা এই মুহূর্তে কোনও ছবি করছেন না। এমনকি কোনও ছবির জন্য অভিনেতা-অভিনেত্রীও খুঁজছেন না। এর জন্য কোনও কাস্টিং ডিরেক্টর নিয়োগ করা হয়নি। এই ধরনের বিজ্ঞাপনে ভরসা করবেন না। বেআইনিভাবে যাঁরা মিস্টার খান ও এসকেএফের ব্যবহার করবেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’



আপাতত ‘টাইগার ৩’-এর শুটিং নিয়ে ব্যস্ত সলমান খান। বিগত দু’বছর ধরে চলছে এই ছবির শুটিং। এই বছর যশরাজের ‘স্পাই ইউনিভার্স’-এর অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে ‘টাইগার ৩’। চলতি বছরের দীপাবলিতেই মুক্তি পাওয়ার কথা ‘টাইগার ৩’-এর। ‘পাঠান’-এর পর ফের এই ছবিতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও সলমানকে।


এই বছরের শুরুতেই মুক্তি পায় 'পাঠান'। সেই ছবিতে কিংখানের সঙ্গে ক্যামিও দৃশ্যে দেখা গিয়েছে ভাইজানকে। পুরো সিনেমার মধ্যে সেই সিন নিয়ে কথাও হয় বিস্তর। একত্রিত হয়ে ছবিকে সুপারহিট বানায় শাহরুখ সলমানের ফ্যানেরা। সেই সাফল্যের পরেই নির্ধারিত হয় যে সলমানের টাইগার থ্রিয়ে ফের একটি বিশেষ দৃশ্যে একসঙ্গে দেখা যাবে সলমান ও শাহরুখকে। এমনকী পাঠান ও টাইগারকে একসঙ্গে নিয়ে একটি গোটা ছবির পরিকল্পনাও করে ফেলেন আদিত্য চোপড়া।


আরও পড়ুন- Hero Alom: রাস্তায় ফেলে বেধড়ক মার, হাসপাতালে হিরো আলম...


প্রসঙ্গত, শাহরুখ-সলমান ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে প্রায় একসঙ্গেই রয়েছেন। একসময় রাকেশ রোশনের করণ-অর্জুন ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। তারপর মাঝে তাঁদের বন্ধুত্বে আসে ভাঙন। সেই সময় দ্বিধাবিভক্ত হয়ে পড়ে দুই সুপারস্টারের অনুরাগীরাও। পরে অবশ্য ফের সমস্যা মিটিয়ে কাছাকাছি আসেন দুজনে। এমনকী সাম্প্রতিক সময় শাহরুখের ছেলে আরিয়ানকে যখন গ্রেফতার করা হয়, তখন 'বাদশা'র পাশে এসে দাঁড়িয়েছিলেন সলমান ও তাঁর গোটা পরিবার। কয়েকদিন আগেই জওয়ানের টিজার দেখে বাহবা জানান সলমান খান। তখনই শাহরুখ জানিয়ে দেন যে জওয়ানের প্রথম টিকিট পাবেন সলমানই।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)