নিজস্ব প্রতিবেদন:  এবছরের শুরুর দিকে, গত মার্চ মাসে 'বীরগতি' অভিনেত্রী পূজা দাদওয়ালের অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। সেসময় জানা যায়, মুম্বইয়ে সেউরি টিবি হাসপাতালে ভর্তি রয়েছেন পূজা। অথচ, চিকিৎসা করানোর মতো টাকা তাঁর কাছে নেই বলে জানা যায়। সেসময় তিনি জানান, চিকিৎসার জন্য সলমনের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও তিনি যোগাযোগ করে উঠতে পারছেন না। খবর পৌঁছতে সলমনের উদ্দেশ্যে একটি ভিডিও করেছিলেন একসময়ের সলমনের সহ-অভিনেত্রী পূজা। খবরটি সলমনের কানে যেতেই তিনি পূজার চিকিৎসার জন্য টাকা পাঠান। পূজার পাশে দাঁড়ান ভোজপুরী অভিনেতা রবি কিষণ। সকলের সাহায্যে অবশেষে সুস্থ হয়ে উঠেছে পূজা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুম্বই মিরর সূত্রে খবর, মঙ্গলবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পূজকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ''আমি ভাষায় প্রকাশ করতে পারব না আমার কেমন লাগছে। গত মার্চ মাসের ২ তারিখ আমি যখন হাসপাতালে ভর্তি হলাম, তখন আমি ভেবেছিলাম আমি আর বাঁচবো না। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে ক্রমাগত আরও বেশি করে মানসিকভাবে ভেঙে পড়ছিলাম আমি। আমার পরিবার ও বন্ধুরা সকলেই আমায় ছেড়ে চলেগিয়েছিল। আমার শ্বাসযন্ত্র ক্রমাগত বিকল হয়ে পড়েছিল। চিকিৎসকরাও আশা ছেড়ে দিয়েছিল। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে আমি দেখছিলাম যে অনেকেই আমার মতো একা, অনেককেই এভাবে তাঁর আত্মীয়, কাছের মানুষরা ছেড়ে চলে গিয়েছে। তারপরই আমি ভাবলাম এভাবে সব শেষ হয়ে যেতে পারে না, আমি লড়ব। ''


আরও পড়ুন-সোশ্যাল সাইটে ভাইরাল রণবীর সিংয়ের 'হট' ভিডিও


প্রসঙ্গত, পূজার অসুস্থতার খবর পাওয়া মাত্রই তাঁর স্বামী তাঁকে ছেড়ে চলে যান।



সলমন তাঁকে যেভাবে আর্থিকভাবে সাহায্য করেছে, সেই প্রশ্নের উত্তরে পূজা বলেন, '' আমি সত্যিই কৃতজ্ঞ। ও যেভাবে আমার পাশে দঁড়িয়েছে, আমাকে সাহায্য করেছে আমি তা ভুলব না। আমার পোশাক, ওষুধ, খাবার সবকিছুরই ব্যবস্থা ও করে দিয়েছে। সলমনের বিশেষ স্বেচ্ছাসেবী সংগঠন থেকে সবসসময় টাকা পাঠানো হয়েছে। আমি বেঁচে আছি, শুধুমাত্র ওর জন্যই। '' পূজাকে সলমনের 'বীরগতি' সিনেমায় অতুল অগ্নিহোত্রী নায়িকা হিসাবে দেখা গিয়েছিল। যে অতুল অগ্নিহোত্রী বর্তমানে সলমনের ভগ্নীপতি।


তবে শুধু সলমনই নন পূজার পাশে দাঁড়িয়েছিলেন ভোজপুরী অভিনেতা রবি কিষণ। তিনিও পূজার অসুস্থতার খবর পাওয়া মাত্রই হাসপাতালে ছুটে গিয়েছিলেন, তাঁর জন্য ওষুধ, ফল কিনে নিয়ে গেছিলেন। এদিকে হাসপাতাল সূত্রে খবর  পূজাকে হাসপাতাল থেকে ছাড়া হলেও আরও একমাস তাঁকে ওষুধ চালিয়ে যেতে হবে।


আরও পড়ুন- কঠিন অসুখ, পূজা ডাডওয়ালের পাশে দাঁড়ালেন সলমন, রবি