ওয়েব ডেস্ক: সদ্যই মুক্তি পেয়েছে সুপারস্টার আমির খানের ছবি ‘দঙ্গল’। আর সেখানে একজন কঠোর বাবার ভূমিকায় অভিনয় করেছেন মিস্টার পারফেকশনিস্ট। এবার বলিউডের মোস্ট এলিজিব্যল ব্যাচেলার সলমন খানও সেই পথে হাঁটছেন। সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে যে, আগামি ছবিতে ১৩ বছরের মেয়ের বাবার ভূমিকায় অভিনয় করতে চলেছেন সলমন খান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কি, চমকে গেলেন তো? সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে যে, বাবার ভূমিকায় অভিনয় করতে প্রস্তুত ‘সুলতান’। প্রসঙ্গে সলমন বলেন, ‘যখন আমার ৩০ বছর বয়স, তখন যব পেয়ার কিসিসে হোতা হ্যায় ছবিতে বাবার ভূমিকায় অভিনয় করেছিলাম। এবং সতস্ফূর্তভাবেই সেই চরিত্রে অভিনয় করেছিলাম। পরবর্তী ছবিতে আমাদের ১৩ বছরের একটি মেয়ের বাবার ভূমিকায় অভিনয় করতে হবে। শুধু তাই নয়, এটি নাচ ভিত্তিক একটি ছবি। আমাকে প্রশিক্ষণপ্রাপ্ত ডান্সার হতে হবে এই ছবিতে।’


আরও পড়ুন পরিচালক সঞ্জয় লীলা বনশালীকে না বলতে পারেন না প্রিয়াঙ্কা চোপড়া!


সলমন আরও বলেন, ‘এই ছবিতে অভিনয়ের জন্য আমাকে ১৮ কেজি ওজন কমাতে হবে। আর এটা খুবই বেদনাদায়ক। কারণ আমি কোনও ডায়েট করি না। শুধুমাত্র বাড়ির খাবার খাই। ১৮ কেজি ওজন কমানো এই পৃথিবীর সবথেকে কঠিন কাজ। কিন্তু তবুও চরিত্রকে পর্দায় সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য এটা আমাদের করতেই হয়।’


কি, তাহলে ডান্সার বাবার ভূমিকায় বলিউড হ্যান্ডসাম হিরো সলমন খানকে দেখার জন্য তৈরি তো?


আরও পড়ুন গ্যাংস্টারের প্রস্তাব না পেলে অ্যাডাল্ট ফিল্ম দিয়ে কেরিয়ার শুরু হত, বললেন কঙ্গনা