Salman Khan, Bigg Boss, Katrina Kaif, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগবস ছাড়ছেন সলমান খান। আর বিগ বস সঞ্চালনা করতে দেখা যাবে না সলমানকে। শোনা যাচ্ছে পরের এপিসোড থেকে সলমানের পরিবর্তে উইকেন্ড কা ভার এপিসোডে সঞ্চালনা করবেন করণ জোহর। এর আগেই সলমানের করোনার সময় এই শো সঞ্চালনা করেছেন করণ। তবে এবার পুরোপুরিই দায়িত্ব উঠবে তাঁর কাঁধে। সলমানের কনট্রাক্ট শেষ হচ্ছে বলেই তাঁর জায়গায় ফিরবেন করণ। তবে ফাইনালে শোয়ের সঞ্চালনায় দেখা যাবে সলমানকেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Pathaan | Shah Rukh Khan: প্রথম দিনেই ‘পাঠান’ দেখতে হল ভরাবে ৫০ হাজার ফ্যান, সামিল হতে পারেন আপনিও!


চ্যানেলের এই সিদ্ধান্ত নিয়েই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নেটিজেনরা। অনেকেই সলমানকে ফিরে পেতে চেয়েছেন। তবে আপাতত সেই আশা নেই। তবে ফেব্রুয়ারিতে ফিনালেতে সলমানকে দেখা যাবে। বিগ বসের আগামী এপিসোডে দেখা যাবে সিমি গ্রেওয়াল সাক্ষাৎকার নেবেন সলমান খানের। তার কিছু ঝলক উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে সিমি বলেন যে, তিনি বিশ্বের অনেক শো দেখেছেন। তাঁর মতে, সেরা সঞ্চালক সলমান। অভিনেত্রী সলমানকে জিগ্গেস করেন যে, বিগ বস থেকে কী শিখেছেন সলমান। অভিনেতার সাফ জবাব ধৈর্য্য। প্রায়শই প্রতিযোগীদের উপরে মেজাজ হারাতে দেখা গেছে অভিনেতাকে। তাঁদের সামলাতে সামলাতেই ধৈর্য্য বেড়ে গেছে সুপারস্টারের।


আরও পড়ুন- Urfi Javed: 'কথা মিলিয়ে নেবেন, তালিবানি রাজ শেষ হবে মহিলাদেরই হাতে'


অন্য একটি প্রশ্নে সলমান বলেন যে, বিগ বসের ঘরে ঢুকে এরা নানা ব্যাপারে কনফিউজড থাকেন। শালীন ভানোট, টিনা যেমন কনফিউজড কিন্তু সলমান ব্যক্তিগত জীবনে এমনিই নানা ব্যাপারে কনফিউজড থাকেন। এরপরেই সিমি গ্রেওয়াল তাঁকে জিগ্গেস করেন বিগ বসের যেতে হলে তিনি সঙ্গে তিন বন্ধু কাকে কাকে নিয়ে যেতে চান। তাঁর জবাবে সলমান প্রথমেই নাম নেন সঞ্জুর অর্থাৎ সঞ্জন দতের। এরপর তিনি বলেন শাহরুখ খান। শাহরুখ ও তাঁর বন্ধুত্বের গল্প সকলেরই জানা। সম্প্রতি মুক্তি পেতে চলেছে শাহরুখের পাঠান। সেই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন সলমানও। তবে তৃতীয় ব্যক্তি কে?  সলমান জানান যে, তাঁর তৃতীয় বন্ধু হলেন ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনার সঙ্গেই ঘরবন্দি হতে চান তিনি। দীর্ঘদিন সম্পর্কে ছিলেন ক্যাট ও সলমান। তবে বিচ্ছেদের পরেও তাঁরা ভালো বন্ধু। এমনকী সলমানের আগামী ছবি টাইগার থ্রি-এ সলমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনাকেই।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)