Mamata Banerjee-Sandhya Mukhopadhyay: সন্ধ্যা মুখোপাধ্যায় গান শুনতে চেয়েছিলেন মমতার কাছে? উত্তর রয়েছে গায়িকার আত্মজীবনীতে
স্নেহের মমতাকে নিয়ে কী লিখেছেন গীতশ্রী?
নিজস্ব প্রতিবেদন: গত সপ্তাহে মঙ্গলবার প্রয়াত হয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়(Sandhya Mukhopadhyay)। তাঁর মৃত্যুতে শোকাহত হয়েছিল গোটা শিল্পীমহল। সেইদিন শহরে ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর মৃত্যুসংবাদ পেয়ে পরেরদিন বিকেলেই উত্তরবঙ্গ সফর থেকে ফিরে এসেছিলেন তিনি। তাঁর সঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায়ের(Sandhya Mukherjee) সুসম্পর্কের কথা সকলেরই জানা। বরাবরই গায়িকার স্বাস্থ্যের খবর রাখতেন মুখ্যমন্ত্রী, সংগীতশিল্পীর চিকিৎসার ভারও নিয়েছিল রাজ্য সরকার।
সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের মৃত্যুর পরই তাঁকে ঘিরে কিছু সুখস্মৃতি শেয়ার করেন মমতা বন্ধ্যোপাধ্যায়। তখনই তিনি বলেন, কিংবদন্তি গায়িকা মাঝে মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে গান শুনতে চাইতেন। অনেকবারই তাঁকে গান শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। এই মন্তব্য ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। এক কথায় শুরু হয় ট্রোলিং। অনেকের কাছেই এই ঘটনা বিশ্বাসযোগ্য মনে হয়নি। কিন্তু এবার সেই ভ্রম ভাঙলেন অভিনেতা সুদীপ্তা ব্যানার্জি।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের আত্মজীবনী 'গানে মোর কোন ইন্দ্রধনু'-র একটি পৃষ্ঠা শেয়ার করেছেন। সেখানে লেখা রয়েছে, সত্যিই মুখ্যমন্ত্রীর থেকে গান শুনতে চেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সুদীপ্তা লিখেছেন, 'গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের আত্মজীবনীর এই পৃষ্ঠাটা দেখে চমকে উঠলাম, সবার সাথে শেয়ার করতে খুব ইচ্ছে হলো। কোনো মন্তব্য করতে চাই না আমি এই ব্যাপারে, ওঁর মতো একজন বিদগ্ধ ব্যক্তিত্বের লেখা নিয়ে মন্তব্য করার যোগ্যতাও আমার নেই। তবে এটুকুই বলার, আমরা না জেনে কত কিছুকে "ডাঁহা মিথ্যে, এ হতেই পারে না ভেবে কতোরকম মন্তব্যই না করি, হাসাহাসি করি।'
আরও পড়ুন:Rashmika Mandana-Vijay Deverakonda: রশ্মিকা মন্দানার সঙ্গে বিয়ে, মুখ খুললেন বিজয় দেভেরাকোন্ডা