নিজস্ব প্রতিবেদন: সালটা ২০০৫। বিগ বি-র কৌন বনেগা ক্রোড়পতি হট সিটে বসে রয়েছেন বাবা সইফ আলি খান। আর দর্শকাসনে বসে ১২ বছরের সারা। অমিতাভ বচ্চনের অনুরোধে তাঁকে 'আদাব' বলেন সারা। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সারা আলি খানের সেই ভিডিও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০৫ সালে সেই কৌন বনেগা ক্রোড়পতি শোয়ে অবশ্য শুধু সইফ নন, তাঁর সঙ্গে হাজির ছিলেন সহ অভিনেত্রী প্রীতি জিন্টাও। সেসম সইফ-প্রীতি তাঁদের ছবি 'সলাম নমস্তে' ছবির প্রমোশনে গিয়েছিলেন সেখানে। আর সইফের সঙ্গে সেই শোয়ে যান তাঁর মেয়ে সারাও। তাঁর সঙ্গে গিয়েছিল তাঁর প্রিয় বন্ধু পশমিনাও। শোয়ে ছোট্ট সারাকে অমিতাভ বচ্চন, জিজ্ঞাসা করছেন, 'সারা, তুমি কেমন আছো?' উত্তরে সে বলে ভালো। এরপরেই বিগ বি-র অনুরোধে তাঁকে আদাব করেন সারা।


আরও পড়ুন-বৌয়ের উপর 'হিরোগিরি' দেখাতে গিয়ে শ্রীঘরে বাংলাদেশের হিরো আলম





সেই ছোট্ট সারাই যখন ১৪ বছর পর বড় হয়ে আব্বা সইফের সঙ্গে 'কফি উইথ করণ' শোয়ে আসেন তখন সেই শো-টিও যথেষ্ঠ জনপ্রিয় হয়।


 


আরও পড়ুন-কার্তিক আরিয়ানের সঙ্গে চুম্বনে আবদ্ধ সইফ কন্যা সারা, ভাইরাল ভিডিও



প্রসঙ্গত, সইফ-অমৃতা কন্যা সারার জন্ম হয় ১৯৯৩ সালে। ২০০৪ সালে সইফ অমৃতার বিচ্ছেদ হয়ে যায়। তবে বিচ্ছেদের পরেও সারা ও ইব্রাহিমের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রয়েছে সইফের। সারা বর্তমানে মা অমৃতার সঙ্গে থাকলেও সইফের বাড়িতেও তাঁর নিয়মিত যাতায়াত রয়েছে।


আরও পড়ুন-দৃষ্টিহীন ছাত্রদের সঙ্গে সময় কাটালেন সলমন, ভাইরাল ভিডিও